ICC ODI World Cup 2023: কাদের বিরুদ্ধে কাপ যুদ্ধের অভিযান শুরু করছে সাকিবের বাংলাদেশ?
ICC ODI World Cup 2023 Full Schedule: কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। সেখানে প্রতিপক্ষ জিম্বাবোয়ে। চলতি বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়েছে আফ্রিকার এই দল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭ অক্টোবর ধর্মশালায় (Dharmashala) আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করছে বাংলাদেশ (Bangladesh)। ধর্মশালা ছাড়াও চেন্নাই, পুনে, মুম্বই, কলকাতা ও দিল্লি—মোট ছয়টি ভেন্যুতে গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলবেন সাকিব আল হাসান (Shakib Al Hasan), তামিম ইকবালরা (Tamim Iqbal)।
ধর্মশালায় আফগানিস্তানের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলবে টাইগার্সরা। এ ছাড়া পুনে ও ইডেন গার্ডেন্সে আছে দুটি করে ম্যাচ। পুনেতে ১৯ অক্টোবর টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ, এরপর ১২ নভেম্বর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে এ মাঠেই। সেই ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: Durga Puja And ICC World Cup 2023: দুর্গাপুজোর সঙ্গে ক্রিকেটের ককটেল! ওভারডোজের অপেক্ষায় বঙ্গ সমাজ
কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। সেখানে প্রতিপক্ষ জিম্বাবোয়ে। চলতি বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন দল। এছাড়া ক্রিকেটের নন্দন কাননে লিটন দাস-মুশফিকুর রহিমদের বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।
বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করে আসা আর একটি দলের বিরুদ্ধেও টাইগার্সদের খেলতে হবে। এ ছাড়া চেন্নাই, মুম্বইয়েও একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ।
একনজরে দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের সূচি—
৭ অক্টোবর, আফগানিস্তান (ধর্মশালা)
১০ অক্টোবর, ইংল্যান্ড (ধর্মশালা)
১৪ অক্টোবর, নিউ জিল্যান্ড (চেন্নাই)
১৯ অক্টোবর, ভারত (পুনে)
২৪ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা (মুম্বই)
২৮ অক্টোবর, কোয়ালিফায়ার ১ (কলকাতা)
৩১ অক্টোবর, পাকিস্তান (কলকাতা)
৬ নভেম্বর, কোয়ালিফায়ার ২ (দিল্লি)
১২ নভেম্বর, অস্ট্রেলিয়া (পুনে)