জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭ অক্টোবর ধর্মশালায় (Dharmashala) আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করছে বাংলাদেশ (Bangladesh)। ধর্মশালা ছাড়াও চেন্নাই, পুনে, মুম্বই, কলকাতা ও দিল্লি—মোট ছয়টি ভেন্যুতে গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলবেন সাকিব আল হাসান (Shakib Al Hasan), তামিম ইকবালরা (Tamim Iqbal)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধর্মশালায় আফগানিস্তানের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলবে টাইগার্সরা। এ ছাড়া পুনে ও ইডেন গার্ডেন্সে আছে দুটি করে ম্যাচ। পুনেতে ১৯ অক্টোবর টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ, এরপর ১২ নভেম্বর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে এ মাঠেই। সেই ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 


আরও পড়ুন: Durga Puja And ICC World Cup 2023: দুর্গাপুজোর সঙ্গে ক্রিকেটের ককটেল! ওভারডোজের অপেক্ষায় বঙ্গ সমাজ


আরও পড়ুন: Eden Gardens, ICC ODI World Cup 2023: সেমি ফাইনালের সঙ্গে ভারত, পাকিস্তান, বাংলাদেশের কটা ম্যাচ পেল ক্রিকেটের নন্দন কানন?


কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। সেখানে প্রতিপক্ষ জিম্বাবোয়ে। চলতি বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন দল। এছাড়া ক্রিকেটের নন্দন কাননে লিটন দাস-মুশফিকুর রহিমদের বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। 


বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করে আসা আর একটি দলের বিরুদ্ধেও টাইগার্সদের খেলতে হবে। এ ছাড়া চেন্নাই, মুম্বইয়েও একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। 


একনজরে দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের সূচি—


৭ অক্টোবর, আফগানিস্তান (ধর্মশালা)


১০ অক্টোবর, ইংল্যান্ড (ধর্মশালা)


১৪ অক্টোবর, নিউ জিল্যান্ড (চেন্নাই)


১৯ অক্টোবর, ভারত (পুনে)


২৪ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা (মুম্বই)


২৮ অক্টোবর, কোয়ালিফায়ার ১ (কলকাতা)


৩১ অক্টোবর, পাকিস্তান (কলকাতা)


৬ নভেম্বর, কোয়ালিফায়ার ২ (দিল্লি)


১২ নভেম্বর, অস্ট্রেলিয়া (পুনে)



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)