IND vs PAK, Ravichandran Ashwin: কোন ইস্যুতে বাবর আজমের পাকিস্তানের পাক বোর্ডকে বুঝে নিলেন টিম ইন্ডিয়ার প্রফেসর? জেনে নিন
চলতি বছর অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। গত কয়েক মাস ধরে এই ইস্যু নিয়ে বিসিসিআই আর পিসিবির মধ্যে ঝামেলা চলছিল। বিশ্বকাপের সূচি এখনও সরকারিভাবে আইসিসি ঘোষণা করেনি। ২৭ জুন ক্রীড়া সূচি প্রকাশ করবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাইব্রিড মডেলের সৌজন্যে এশিয়া কাপে (Asia Cup 2023) নিয়ে জটিলতা ইতমধ্যেই কেটে গিয়েছে। তাই মনে করা হয়েছিল ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলতে আসা নিয়ে এবার পাকিস্তান (Pakistan) আর কোনও অজুহাত খাড়া করবে না। কিন্তু তেমনটা আর হচ্ছে কোথায়! চিরপ্রতিদ্বন্দ্বী দেশে ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে আসার আগে পিসিবি-র (PCB) তরফ থেকে প্রস্তাবিত কয়েকটি ভেন্যু নিয়ে অনীহা রয়েছে। যদিও এই ইস্যু নিয়ে বাবর আজমদের (Babar Azam) ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে শোনা যাচ্ছে ইতমধ্যেই বেশ কয়েকটি ম্যাচের ভেন্যু বদল নিয়ে আইসিসি (ICC) ও আয়োজক সংস্থা বিসিসিআই-কে (BCCI) ভাবনাচিন্তা করতে বলেছিলেন পাক বোর্ডের কর্তারা। শোনা যাচ্ছে মূলত দুটি ইস্যু নিয়ে মূলত চর্চা হয়েছিল। প্রথমত: ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ আহমেদাবাদ (Ahmedabad) থেকে সরিয়ে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নিয়ে আসা হোক। দ্বিতীয়ত: চেন্নাইতে আফগানিস্তান ও বেঙ্গালুরুতে অষ্ট্রেলিয়ার বিরদ্ধে পাক দলের খেলার কথা। সেই দুটি ম্যাচের ভেন্যু বদল করার ব্যাপারেও দাবি করা হয়েছিল। তবে আইসিসি ও বিসিসিআই পাকিস্তানের এই দাবি মেনে নেবে কিনা সেই ব্যাপারে কোনও নিশ্চয়তা পাওয়া যায় নি। এবার সেই প্রসঙ্গেই পিসিবিকে একহাত নিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। পাকিস্তান ভেন্যু বদলের জন্য যে কারণ তুলে ধরেছে, সেটা টিম ইন্ডিয়ার (Team India) অফ স্পিনারের কাছে বেশ অযৌক্তিক বলেই মনে হয়েছে।
অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, "আমার মনে হয় না এটা নিয়ে বিশেষ কোনও চিন্তাভাবনা করবে আইসিসি। কারণ পাক বোর্ড যে কারণ দেখিয়ে খেলতে রাজি নয়, তা খুব একটা গ্রহণযোগ্য নয়। পিসিবি আবেদনপত্রে জানিয়েছে যে চেন্নাইয়ে খেলা হলে পরিস্থিতি আফগানিস্তানের পক্ষে থাকবে। ফলে ভেন্যুর পরিবর্তন চাইছে। নিরাপত্তা সংক্রান্ত কোনও কারণ তুলে ধরলে নাহয় স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা থাকতে পারত।"
চলতি বছর অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। গত কয়েক মাস ধরে এই ইস্যু নিয়ে বিসিসিআই আর পিসিবির মধ্যে ঝামেলা চলছিল। বিশ্বকাপের সূচি এখনও সরকারিভাবে আইসিসি ঘোষণা করেনি। ২৭ জুন ক্রীড়া সূচি প্রকাশ করবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। প্রস্তাবিত সূচি অনুসারে ৮ অক্টোবর পাক দলের হায়দরাবাদে নামার কথা। ১২ অক্টোবর দ্বিতীয় ম্যাচেও ভেন্যুও চারমিনারের শহর। দুটি ম্যাচই কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে। এরপর ১৫ অক্টোবর বাইশ গজের যুদ্ধে 'মাদার অফ অল ব্যাটল' হওয়ার কথা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছিল। কাপ যুদ্ধের ফাইনালে উঠলে পাকিস্তানের আহমেদাবাদে খেলতে কোনও অসুবিধা নেই। তবে গ্রুপ পর্বে গুজরাতে খেলতে মহম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিদের বোর্ডের কর্তারা আপত্তি জানিয়েছেন। কারণ এই ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য পাক বোর্ডের কর্তারা রাজনীতির গন্ধ পাচ্ছেন! শোনা যাচ্ছে পাক বোর্ড নাকি রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিরুদ্ধে ইডেনে খেলতে চায়।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাক মহারণ প্রথমে ধর্মশালাতে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে সেই ম্যাচের ভেন্যু কয়েক ঘণ্টার বদলে ইডেন হয়ে যায়। তবে এবার তেমনই কিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ রজার বিনি বোর্ড সভাপতি হলেও, এই মুহূর্তে বিসিসিআই-এর শেষ কথা যে জয় শাহ সেটা বুঝে নিতে মাধ্যমিক পাশ করতে হয় না!এই ম্যাচের ভেন্যু নিয়ে অনেক আগে থেকেই সরব ছিলেন সদ্য প্রাক্তন পিসিবি প্রধান নাজম শেঠি। তবে এতে লাভ হবে বলে মনে হয় না।
ভারত বনাম পাক ম্যাচ নিয়ে এর আগেও জটিলতা তৈরি হয়েছে। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ থেকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নিয়েও অনেক জট পেকেছিল। কিন্তু দিনের শেষে সব ইগো ও রাজনীতির লড়াইকে পিছনে ফেলে জিতেছিল ক্রিকেট। এবারও তেমনই কিছু ঘটবে বলে আশা করছে ক্রিকেট দুনিয়া।
খসড়া সূচি অনুযায়ী বাবরদের ম্যাচের তালিকা....
বনাম কোয়ালিফায়ার, ৬ অক্টোবর, হায়দরাবাদ
বনাম কোয়ালিফায়ার, ১২ অক্টোবর, হায়দরাবাদ
বনাম ভারত, ১৫ অক্টোবর, আহমেদাবাদ
বনাম অস্ট্রেলিয়া, ২০ অক্টোবর, বেঙ্গালুরু
বনাম আফগানিস্তান, ২৩ অক্টোবর, চেন্নাই
বনাম দক্ষিণ আফ্রিকা, ২৭ অক্টোবর, চেন্নাই
বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর, কলকাতা
বনাম নিউ জিল্যান্ড, ৫ অক্টোবর, বেঙ্গালুরু
বনাম ইংল্যান্ড, ১২ নভেম্বর, কলকাতা