নিজস্ব প্রতিবেদন: ২০২২ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। পরের বছরে পিছিয়ে দিল আইসিসি। মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চাপেই ২০২২ সাল থেকে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে দেওয়া হল ২০২৩ সালে। এমনটাই  জানিয়েছে আইসিসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২২ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপাতত সেটি স্থগিত করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট হবে বলে জানিয়েছে আইসিসি। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ২৬ ফেব্রুয়ারি, ২০২৩।


 



নিউ জিল্যান্ডে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু করোনার জন্য সেটি স্থগিত হয়ে যায়। ২০২২ সালে সেই টুর্নামেন্ট হবে। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার একটি অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। পাশাপাশি ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে প্রথমবার মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। আর সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালে করা হয়েছে বলেও মত অনেকেরই।


 


আরও পড়ুন -