নিজস্ব প্রতিবেদন : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই ২০২০ সাল শেষ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে দুটো হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যদিও এই বছরে একদিনের ক্রিকেটে কোনও সেঞ্চুরি নেই কোহলির ব্যাটে।  ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে গেলেন কিং কোহলি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরাটের পরেই রয়েছেন রোহিত শর্মা। আইসিসি একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৮৪২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন হিটম্যান। আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে আর নেই কোনও ভারতীয় ব্যাটসম্যান।


 



 


আইসিসি একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় জশপ্রীত বুমরাহ। ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন তিন নম্বরে।



আরও পড়ুন - রিয়াল ছাড়তে চলেছে জিনেদিন জিদান! জল্পনা তুঙ্গে