করোনা পরবর্তী `ক্রিকেট গাইডলাইন` ICC-র, থাকছে একাধিক নতুন নিয়ম
আইসিসি-র দেওয়া ১৬ পাতার `ক্রিকেট গাইডলাইন`-এ রয়েছে একাধিক নয়া দাওয়াই।
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটকে করোনামুক্ত রাখতে একাধিক নতুন নতুন নিয়ম আনতে চলেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ইতিমধ্যেই বলে লালা ব্যবহার নিষিদ্ধ করার ক্ষেত্রে সম্মতি দিয়েছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ICC-ক্রিকেট কমিটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের শরীরের শ্লেষ্মা এবং লালা থেকেই অপর কোন ব্যক্তির শরীরে প্রবেশ করে মারণ করোনা ভাইরাস। তাই ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলে লালা বা থুতু লাগানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পথে ICC।
আইসিসি-র দেওয়া ১৬ পাতার 'ক্রিকেট গাইডলাইন'-এ রয়েছে একাধিক নয়া দাওয়াই। এবার কী কী নতুন নিয়ম আনতে চলেছে আইসিসি-
১. বিদেশ সফরের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চাটার্ড ফ্লাইটের পরামর্শ।
২. সিরিজ এবং ক্যাম্পের সময় করোনা টেস্ট করাতে হবে ক্রিকেটারদের।
৩. যে কোনও সিরিজের আগে প্রি-ম্যাচ আইসোলেশন ট্রেনিং ক্যাম্প। অর্থাত্ সফরে যাওয়ার ১৪ দিন আগে থেকে নিয়মিত কোভিড-19 টেস্ট করা হবে।
৪. বায়োসেফটি- নিয়ম মেনে প্রত্যেক সদস্য দেশের চিফ মেডিক্যাল অফিসার থাকা বাধ্যতামূলক।
৫. ম্যাচের সময় কোনও ক্রিকেটার তাদের টুপি-সানগ্লাস আম্পায়ারের হাতে দেবে না।
৬. আম্পায়ারদেরও এবার থেকে গ্লাভস পরার পরামর্শ।
আরও পড়ুন - বিশ্বকাপের দল থেকে কেন বাদ রায়ডু? প্রসাদকে ধুয়ে দিলেন গম্ভীর