নিজস্ব প্রতিবেদন : বিয়ের দিন। আবার ম্যাচ ডে। কোনওটাই মিস করা চলবে না। অন্য কেউ হলে হয়তো বিয়ের দিনে আর ক্রিকেট নিয়ে ভাবতেন না। কিন্তু তিনি ও তাঁর স্ত্রী অন্ধ ক্রিকেট ভক্ত। তাঁদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ক্রিকেট। ফলে বিয়ের দিন হলেও প্রিয় দলের ম্যাচ ছাড়া যেত না। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নবদম্পতির পাঠানো ছবি দেখে থ আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সেই ছবি শেয়ার করেছে। ক্যানাবেরায় ম্যাচ চলছিল পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার। তিন‌ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। বিয়ের আসরের মাঝেই সেই ম্যাচ দেখতে বসে পড়েছিলেন নবদম্পতি। বর হাসান তাসলিম তাঁদের সেই খেলা দেখার ছবি পাঠিয়েছিলেন আইসিসিকে। তার পর আইসিসি সেই ছবি শেয়ার করে। এর পরই সেই ছবি ভাইরাল হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে নেতৃত্ব হারিয়ে তোপ দাগলেন মহেশ ভূপতি, সিদ্ধান্তে অনড় AITA



নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন শুভানুধ্যায়ীরা। কিন্তু অনুষ্ঠানের মাঝে বর ও বউ, দুজনেরই চোখ সরছিল না টিভির পর্দা থেকে। যা দেখে রীতিমতো স্তম্ভিত ছিলেন আত্মীয়স্বজনরা। আইসিসি এমনই বহু ছবি শেয়ার করে যেখানে সমর্থকদের ক্রিকেটপ্রেম দেখলে অবাক হতে হয়। এই ছবিও সেরকমই। বাইশ গজ, ব্যাট, বল, উইকেটের মোহ এমনই। একবার এই খেলার প্রেমে পড়লে আর রক্ষে নেই। বিয়ের দিনেও ক্রিকেট জ্বর কাবু করতে পারে। উল্লেখ্য, তিন‌ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে পাকিস্তান। আপাতত তারা ০-১ ব্যবধানে পিছিয়ে। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়েছিল। এদিন ক্যানাবেরায় স্টিভ স্মিথ ৫১ বলে ৮০ রানের মারকাটারি ইনিংস খেলেন। যা নিয়ে এখন ক্রিকেটবিশ্বে ব্যাপক চর্চা চলছে। নির্বাসন পর্ব কাটিয়ে ফিরে স্মিথ যেন আরও বিধ্বংসী হয়ে উঠেছেন। প্রথম টি-২০ ম্যাচে সাত উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। শুক্রবার সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ। এরপর ব্রিসবেন ও অ্যাডিলেডে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।