জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রিকি পন্টিংয়ের (Ricky Ponting) ভবিষ্যদ্বাণী খাটল না। কারণ শনিবার শ্রীলঙ্কাকে (Sri Lanka) ৪ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে চলে গেল ইংল্যান্ড (England)। আর জস বাটলারের (Jos Buttler)দল শেষ চারের টিকিট অর্জন করতেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। গ্রুপ-১ থেকে আগেই সেমি ফাইনালে চলে গিয়েছিল নিউজিল্যান্ড (New Zealand)। ফলে রবিবার জিম্বাবোয়েকে (Zimbabwe) হারাতে পারলেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমি ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেমিফাইনালে জিততে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হত ইংল্যান্ডকে। অন্যদিকে, অস্ট্রেলিয়া তাকিয়ে ছিল শ্রীলঙ্কার দিকে। সিডনির টানটান ম্যাচে ইংরেজরা ৪ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। এশিয়ার চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই জয়ের ফলে ইংল্যান্ড পৌঁছে গেল ৫ ম্যাচে ৭ পয়েন্টে। অস্ট্রেলিয়াও ৫ ম্যাচে ৭ পয়েন্টেই রয়েছে। কিন্তু নেট রান রেটে অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে থাকার সুবাদে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে ইংল্যান্ড শেষ চারে চলে গেল। 



আরও পড়ুন: Mahendra Singh Dhoni, IPL 2013 Betting Scandal: মেজাজ হারালেন 'ক্যাপ্টেন কুল'! কেন আদালতে গেলেন ধোনি? জেনে নিন আসল কারণ


আরও পড়ুন: Virat Kohli's 34th Birthday: ৩৪তম জন্মদিনে নিজের সামনে কোন লক্ষ্য রাখলেন 'কিং কোহলি'? জেনে নিন


সিডনির মরণ-বাঁচন ম্যাচে শনিবার টস হারে ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে লঙ্কাবাহিনী। ওপেনার পাথুম নিশঙ্কার ৬৭ রান ছাড়া আর কোনও ব্যাটারই সেভাবে দাগ কাটতে পারেননি। ১৪২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৪ বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স হেলস ৪৭ এবং বেন স্টোকস ৪৩ রান করেন। ইংরেজরা জেতে ৪ উইকেটে। গ্রুপ ওয়ানে দ্বিতীয় স্থান দখল করায় সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড। শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারালে নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করবে টিম ইন্ডিয়া। 


সেমিফাইনাল এবং ফাইনালের সূচি


১) প্রথম সেমিফাইনাল: নিউজিল্যান্ড বনাম 'গ্রুপ ২'-র দ্বিতীয় স্থানাধিকারী দল, ৯ নভেম্বর (রিজার্ভ ডে), সিডনি।


২) দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম 'গ্রুপ ২'-র প্রথম স্থানাধিকারী দল, ৯ নভেম্বর (রিজার্ভ ডে), অ্যাডিলেড।


৩) ফাইনাল: প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী, ১৩ নভেম্বর (রিজার্ভ ডে), মেলবোর্ন।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)