জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) শুরুতেই ঘটে গিয়েছিল অঘটন। গত রবিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কা হেরে গিয়েছিল মিনোস দল নামিবিয়ার (Sri Lanka vs Namibia, ICC T20 World Cup 2022) বিরুদ্ধে। নামিবিয়ার ১৬৩ রান তাড়া করে ৫৫ রানে হেরে গিয়েছিল এশিয়া কাপ (Asia Cup 2022) চ্যাম্পিয়ন দল। মঙ্গলবার অর্থাৎ আজ শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল। এদিন প্রথম রাউন্ডে তারা গ্রুপ 'এ'র  (First Round Group A) ম্যাচে মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির (Sri Lanka vs UAE)। ভিক্টোরিয়ার জিএমএইচবিএ স্টেডিয়ামে মরুদেশকে ৭৯ রানে গুঁড়িয়ে শ্রীলঙ্কা সুপার বারোর আশা জিইয়ে রাখল। শ্রীলঙ্কাকে পরের রাউন্ডে যাওয়ার জন্য সংযুক্ত আরব আমিরশাহি ও নেদারল্যান্ডসকে (২০ অক্টোবর) বড় মার্জিনে হারাতেই হত। এই ছিল শর্ত। শ্রীলঙ্কা প্রথম হার্ডল টপকাল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Karthik Meiyappan | Sri Lanka vs UAE | T20 World Cup 2022: মরুদেশের স্পিনারের ঘূর্ণিতে বেসামাল শ্রীলঙ্কা! হ্যাটট্রিকে ইতিহাস কার্তিকের



টস হেরে প্রথমে ব্যাট করে দাসুন শনাকার দল নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ওপেনার পাথুম নিশঙ্কাই মূলত রানটা করেছেন। ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বলতে হবে ধনঞ্জয় ডি সিলভার কথা। ২১ বলে ৩৩ রান করেন তিনি। কিন্তু এরপর কোনও ব্যাটারই কুড়ির গণ্ডি টপকাতে পারেনি। এদিন সংযুক্ত আরব আমিরশাহির স্পিনার কার্তিক মেইয়াপ্পন বল হাতে সোনা ফলিয়েছেন। শ্রীলঙ্কার ইনিংসের ১৫ নম্বর ওভারে তিনি ভয়ংকর হয়ে ওঠেন। যদিও তাঁর প্রথম বলেই পাথুম নিশঙ্কা হাফ-সেঞ্চুরি পূরণ করে ফেলেন। কিন্তু চতুর্থ বল থেকে কার্তিক কামাল করতে শুরু করেন। ভয়ংকর হয়ে ওঠা ভানুকা রাজাপক্ষ ডিপ কভারে ক্যাচ তুলে আউট হয়ে যান। এর পরের বলে চরিথ আশালঙ্কা কিপারের হাতে ধরা পড়ে যান। এরপর কার্তিক ষষ্ঠ ডেলিভারিতে দাসুন শানাকাকে গুগলিতে করে দেন ক্লিন বোল্ড। চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের খাতা খুললেন কার্তিক। কুড়ি ওভারের বিশ্বকাপে পঞ্চম বোলার ও ওয়ানিন্দু হাসারঙ্গার পর দ্বিতীয় স্পিনার হিসাবে পরপর তিন বলে তিন উইকেট নেওয়ার রেকর্ড করলেন তিনি। শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দ্বীপরাষ্ট্রের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি মরুদেশ। দুস্মন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারঙ্গার জোড়া ফলায় নাস্তানাবুদ হয়ে যায় মিনোজ দেশ।পেস-স্পিনের আক্রমণ সামলাতে পারেননি চুন্দনগাপোয়িল রিজওয়ান অ্যান্ড কোং। চামিরা ও হাসারঙ্গা তিন উইকেট করে পেয়েছেন। মহেশ থিকসানা দু'টি, প্রমোদ মধুশন ও শনাকা একটি করে উইকেট পেয়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)