ICC T20I Rankings: প্রথম দশে ঠাঁই পেলেন না Virat Kohli! অনেকটা এগিয়ে গেলেন Shreyas Iyer
প্রথম দশে ঠাঁই পেলেন না বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেননি বিরাট কোহলি (Virat Kohli)। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে বিরাটের না খেলার প্রভাব পড়ল আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings)। প্রথম দশ থেকে ছিটকে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আইসিসি-র সদ্যপ্রকাশিত ব্যাটারদের ক্রমতালিকায় 'কিং কোহলি' ১৫ নম্বরে। অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) নিজের আসন হারিয়েছেন। দুই ধাপ পিছিয়ে তিনি এখন ১৩ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিলেন বিরাট। তারপর তিনি ছিলেন ১০ নম্বরে। রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে সেভাবে ব্য়াট হাতে জ্বলে উঠতে পারেননি। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫০ রান। দু'বার তিনি দুশ্মন্ত চামিরার শিকার হন।
আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে ২৭ ধাপ এগিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কেকেআর ক্যাপ্টেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ছিলেন আগুনে ফর্মে। আইয়ার পরপর তিন ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেন। ১৭৪-এর স্ট্রাইক রেটে ২০৪ রান করেন ২৭ বছরের ব্যাটার। আইয়ারের ব়্যাঙ্কিং এখন ১৮। ভারতীয়দের মধ্যে একমাত্র প্রথম দশে আছেন কেএল রাহুল (KL Rahul)। অন্যদিকে বোলারদের তালিকায় প্রথম কুড়িতে মাত্র একজন ভারতীয় রয়ছেন। এক ধাপ নেমে ১৭ নম্বরে ভুবনেশ্বর কুমার। জসপ্রীত বুমরার ব়্যাঙ্কিং ২৮।
রোহিত দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর সীমিত ওভারের দায়িত্ব রোহিতের কাঁধে তুলে দেয় বিসিসিআই। এরপরেই দেশে ফিরে একের পর এক ফুল ফোটান রোহিত।
নাগাড়ে টি-২০ সিরিজ জয়ের হ্যাটট্রিক করে ফেলল রোহিত অ্যান্ড কোং। নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজেও চুনকাম করেছিল টিম ইন্ডিয়া। এ বার শ্রীলঙ্কাকেও হোয়াইটওয়াশ করে ফের নতুন নজির গড়ল রোহিতের ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে টানা ডজন ম্যাচ জেতা দেশ হিসাবে আফগানিস্তান ও রোমানিয়ার পাশে বসে বিশ্বরেকর্ড করল ভারত।
আরও পড়ুন: Virat Kohli's 100th Test: বিরাট টেস্ট মাইলস্টোনের সামনে কোহলি! আসবেন সচিন-দ্রাবিড়দের ক্লাবে
আরও পড়ুন: Rohit Sharma: ৩.১৫ কোটির বিশেষ Lamborghini নিজেকে উপহার দিলেন 'হিটম্যান'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)