নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত অ্য়াশেজ (Ashes) জিতে (৪-০) আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) একে উঠে আসল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া (Australia)। লাল বলের ক্রিকেটে এখন কামিন্স অ্যান্ড কোং বিশ্বের এক নম্বর দল। প্রথম তিনটি টেস্ট জিতে আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছিল অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্ট ড্র হয়ে যায়। শেষ টেস্টে আবার অস্ট্রেলিয়া জেতে।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ টেস্ট সিরিজ খুইয়ে টিম ইন্ডিয়া (India) নেমে আসল তিনে। দুয়ে রয়ে গেল নিউজিল্যান্ড (New Zealand)। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে তারা সিরিজ ১-১ ড্র করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ICC Test Rankings: Babar Azam-কে পিছিয়ে দিয়ে উপরে উঠতে শুরু করলেন Virat Kohli



অন্যদিকে দক্ষিণ আফ্রিকা (South Africa) টেস্ট সিরিজ জিতে টেস্ট ক্রমতালিকায় পাঁচে উঠে এসেছে। ইংল্যান্ড (England) রয়েছে চারে।  পাকিস্তান (Pakistan) এক ধাপ নেমে এসেছে। দক্ষিণ আফ্রিকা ওপরে উঠে যাওয়ায় বাবর আজমরা ছয় নম্বরে। অন্যদিকে শ্রীলঙ্কা (Sri Lanka), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), বাংলাদেশ (Bangladesh), জিম্বাবোয়ে (Zimbabwe), আফগানিস্তান (Afghanistan) ও আয়ারল্যান্ড (Ireland) নিজেদের জায়গায় অটল।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের শুভারম্ভই দারুণ ভাবে করেছিল ভারত। সেঞ্চুরিয়নে দুরন্ত জয়ের ধারা যদিও বিরাট কোহলি অ্যান্ড কোং পরের দুই টেস্টে ধরে রাখতে পারেনি। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট জেতে ডিন এলগারের 'অনভিজ্ঞ' দল। ২৯ বছরেও স্বপ্নপূরণ হল না। দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জয়ের আশা অধারই থেকে গেল টিম ইন্ডিয়ার। টেস্ট ক্যাপ্টেন হিসাবে বিরাট কোহলিকে শেষ অ্যাসাইনমেন্টে খালি হাতেই ফিরতে হল।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)