নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার টেস্ট ভাইস ক্যাপ্টেন স্টিভ স্মিথ (Kane Williamson) নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনকে (Kane Williamson) টপকে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) তিনে উঠে আসলেন। বুধবার আইসিসি লাল বলের ক্রিকেটের নয়া ক্রমতালিকা প্রকাশ করেছে। একে আছেন স্মিথের সতীর্থ মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)। দুয়ে আছেন গতবছরের টেস্টের সর্বোচ্চ রান শিকারি ও ইংল্যান্ডের ক্যাপ্টেন জো রুট (Joe Root)। অ্যাশেজে ড্র হয়ে যাওয়া সিডনি টেস্টে স্মিথ প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৬৭ রানের ইনিংস খেলেন। লাবুশানের ব্যাট থেকে দুই ইনিংস মিলিয়ে আসে ২৮ ও ২৯। রুট করেন ০ ও ২৪। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'বিপজ্জনক এলাকা'য় এসেছেন Shami! সতীর্থের সমর্থনে আম্পায়ারের সঙ্গে তর্ক Kohli-র



অন্যদিকে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) আছেন ৯ নম্বরে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট না খেলেও কোহলির জায়গা অপরিবর্তিত। যদিও কোহলি কেপটাউনে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যান রোহিত শর্মা (Rohit Sharma)। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের নয়া অধিনায়ক আছেন ৫ নম্বরেই। জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেন প্রোটিয়া ক্য়াপ্টেন ডিন এলগার (Dean Elgar)। তাঁর ব্যাটে দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতায় ফেরে। এলগার টেস্ট ব়্যাঙ্কিংয়ে চার ধাপ উঠে প্রথম দশের মধ্যে ঢুকে পড়েছেন। এই মুহূর্তে তিনি ১০-এ।
 
বোলারদের মধ্যে জেমিসন-রাবাদার উত্থান


নিউজিল্যান্ডের তরুণ পেসার কাইল জেমিসন (Kyle Jamieson) ৬/১১৪-র সৌজন্যে আট ধাপ এগিয়ে চলে এসেছেন তিনে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (Kagiso Rabada) হাফ ডজন উইকেট নিয়ে চলে এসেছেন পাঁচে। একে আছেন অজি টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)। দুয়ে আর অশ্বিন ( R Ashwin) জেমিসন ওঠায় চারে নেমে এসেছেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)