ওয়েব ডেস্ক: ক্রিকেট আরও সাবধানী হল। সাহসের ক্রিকেটে এবার থেকে মাথা বাঁচাতে হেলমেট। শুধু খেলোয়াড়রাই নয়, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হেলমেট পরে আম্পায়ারিং করবে আম্পায়াররা। নির্দেশিকা জারি করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রঞ্জি ট্রফিতে  আম্পায়ারিং করতে এসে বলের ঘায়ে আহত হয়েছিলেন অস্ট্রেলিয়ান আম্পায়ার জন ওয়ার্ড। সেই থেকেই আম্পায়াদের ওপর আরও বেশি সাবধানী পথ অবলম্বন করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC। মার্চ ৮, ২০১৬ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার ২২ গজে প্রতিটি ম্যাচে হেলমেট পরে আম্পায়ারিং করবেন আম্পায়াররা। ক্রিকেটের ইতিহাসে আপমায়ারিংয়ে শুরু হতে চলছে হেলমেট অধ্যায়।