সুখেন্দু সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডালমিয়ার শহরেই যবনিকা পড়ল জগুদার মস্তিষ্কপ্রসূত চ্যাম্পিয়নস ট্রফির। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে জানানো হল, বন্ধ হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বদলে সেখানে হবে টি২০ বিশ্বকাপ। আইসিসির এই সিদ্ধান্তে হতাশ বিসিসিআই কর্তারা। 


জগমোহন ডালমিয়ার হাতে চালু চ্যাম্পিয়নস ট্রফিকে বাঁচিয়ে রাখতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলেন বিসিসিআই কর্তারা। উলটো দিকে ৫০ ওভারের বদলে ২০ ওভারের ক্রিকেট চালু করতে বারবার প্রস্তাব দিচ্ছিল আইসিসি। বৃহস্পতিবার চার দিনের বৈঠক শেষে আইসিসির তরফে জানানো হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি পাকাপাকি ভাবে বন্ধ করা সিদ্ধান্ত হয়েছে। ফলে ২০২১ সালে ভারতে যে ট্যুর্নামেন্ট হওয়ার কথা ছিল তা আর হচ্ছে না। বদলে সেখানে হবে টি২০ বিশ্বকাপ। 


আইসিসির তরফে জানানো হয়েছে, ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ হবে পূর্ব নির্ধারিত সূচি মেনেই। অর্থাত্ ২০২০ - ২১ সালে পর পর দু'বছর অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। ফের টি২০ বিশ্বকাপ হবে ২০২৪ সালে। 


স্ত্রীর আবদার! চিন্নাস্বামীকে 'সাক্ষী' রেখেই বিরাট ছয় ধোনির


আইসিসির তরফে জানানো হয়েছে, গোটা বিশ্বে ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যে টি২০-তেই আস্থা রাখছে তারা। ফলে বাড়ানো হচ্ছে টি২০ ম্যাচের সংখ্যা। 


২০১৭ সালে ইংল্যান্ডে শেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। অক্ষয় হয়ে রইল তাদের সেই জয়।