নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে দুরমুশ পাকিস্তান। বাংলার শুভমান গিল ও ইশান পোড়েলের দাপটে ফাইনালে পৌঁছে গেল ভারত। ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে অস্ট্রেলিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সামনে ২৭৩ রানের বিশাল টার্গেট খাড়া করে দেয়। ৯৪ বলে ১০২ রান করে ভারতকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন শুভামান গিল।


আরও পড়ুন-মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে মমতা, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ


ভারতের বড়সড় টার্গেটের সামনে প্রথম থেকেই গুটিয়ে ছিল পাকিস্তান। মাত্র ১৩ রানেই ২ উইকেট হারায় পাক টিম। ১০ ওভার শেষে পাকিস্তানের রান স্কোর গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ২৮। শেষপ‌র্যন্ত মাত্র ৬৯ রান করেই তারা অল আউট হয়ে ‌যায়। ২০৩ রানের বিশাল ব্যবধানে হারে পাক টিম। মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট দখল করেন ইশান পোড়েল। পাশাপাশি ভালো বল করেন রিয়ান পরাগ ও হার্ভিক দেশাই।