নিজস্ব প্রতিবেদন: পরপর দুই ম্যাচে জয়। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। অস্ট্রেলিয়া, বাংলাদেশের পর এবার নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে হরমনপ্রীতরা। বৃহস্পতিবার নিউ জিল্যান্ডকে হারাতে পারলেই সেমি ফাইনালে ওঠার দিকে এক পা বাড়িয়ে রাখবে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বর্তমানে ব্যাটিং এবং বোলিং দুটি বিভাগেই ছন্দে রয়েছেন ভারতীয়রা। ব্যাটিংয়ে যেমন শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মারা ঝড় তুলছেন, তেমনই বল হাতে পুনম যাদব, শিখা পাণ্ডেদের ঝকঝকে লাগছে। তবে প্রথম দুটো ম্যাচে রান পাননি হরমনপ্রীত। আশা করা যায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ছন্দে ফিরবেন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্মৃতি মান্ধানা ফেরায় আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় দল।



ভাল ফর্মে থাকলেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সতর্ক টিম ইন্ডিয়া। কারণ কিউইদের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক রেকর্ড খুব ভাল নয়। গতবছরই ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসের কাছে ০-৩ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছিল ভারতকে। অবশ্য ভারতীয় দলকে তাতাচ্ছে ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড। সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছিল ভারত। অন্যদিকে চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে নিউ জিল্যান্ড। তাই বলাই যায় বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি একটা ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


 


আরও পড়ুন - সচিন বড় ক্রিকেটার, কিন্তু বাচ্চাদের কিছু শেখায় না! পাক তারকার বক্তব্যে বিতর্ক