নিজস্ব প্রতিবেদন: এলবিডব্লু। বল লাগছে স্টাম্পে। অথচ ডিআরএসে ভিন্ন বিধান। এ কেমন পদ্ধতি? ইংল্যান্ডের বিরুদ্ধে ডিআরএস নিয়ে স্টিভ স্মিথ জীবনদান পাওয়ার পর প্রশ্ন তুলে দিলেন নেটিজেনরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডিআরএসে 'আম্পায়ারস কল' বিষয়টি নিয়েই উঠছে প্রশ্ন। কোনটা আউট, আর কোনটা নটআউট, সেটাই গুলিয়ে যাচ্ছে। বুধবার নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। আম্পায়ার এলবিডব্লুর আবেদনে সাড়া দেওয়ার পর ডিআরএস নেন। কিন্তু আউটের সিদ্ধান্তই বহাল থাকে। এদিন আবার ঠিক উল্টোটা ঘটেছে। বেঁচে গিয়েছেন স্টিভ স্মিথ। আর এমন নিয়ম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নেটিজেনরা। 




বুধবার নিউজিল্যান্ডের ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। কিন্তু শেষের দিকে আশার আলো দেখিয়েছিলেন রবীন্দ্র জাডেজা ও মহেন্দ্র সিং ধোনির জুটি। জাদেজা দ্রুত রান তুলতে গিয়ে আউট হলেও ক্রিজে ছিলেন ধোনি। কিন্তু একটা রান আউটেই সব শেষ। সেমিফাইনালে ১৮ রানে হেরে বিদায় নিয়েছে বিরাট কোহলির দল।


আরও পড়ুন- আইসিসি-র 'কিং কোহলি'-র হাতে টিকিট ধরিয়ে মধুর প্রতিশোধ নিলেন ভন