নিজস্ব প্রতিবেদন: সুখের দিনেও শেষ পর্যন্ত মেজাজ হারালেন হরভজন সিং (Harbhajan Singh)। ১৪ বছর আগে, ২০০৭ সালে এই দিনেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC World T20 2007 Final) চ্যাম্পিয়ন হয়েছিল ভারত (India)। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (Pakistan) শেষ মুহূর্তে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির (Harbhajan Singh) হাতে উঠেছিল প্রথম বড় ট্রফি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেই দলের অন্য়তম সদস্য ছিলেন ভাজ্জি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দূরে সরে গেলেও এই বিশেষ দিন তাঁর খুব কাছের। সেইজন্য টুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন এই অফ স্পিনার। আর সেখানেই বাধল বিতর্ক। ভাজ্জি লিখেছেন, বিশ্বাস যখন ভয়কে ছাপিয়ে যায়, তখনই সব স্বপ্ন সফল হয়।' 


আরও পড়ুন: IPL 2021: কবে মাঠে নামবেন Hardik Pandya? জানিয়ে দিলেন Shane Bond


 




তবে ভাজ্জির পোস্টে ধোনির ছবি ছিল না। সেইজন্য সোশ্যাল মিডিয়াতে রোষের মুখে পড়েন তিনি। একজন ভাজ্জিকে কটাক্ষ করে লিখেছেন,  
'ধোনিকে পছন্দ নয় বলেই কি তাঁর ছবি ক্রপ করে দিলেন?' যদিও এমন কটাক্ষ মেনে নিতে পারেননি এই অফ স্পিনার। ট্রফির ইমোজি ছাড়া ছবিটি ফের পোস্ট করেন তিনি। সেই ছবিতে দেখা যায় ট্রফির ইমোজির নীচে ঢাকা পড়েছিল ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের এক ক্যামেরাম্যান। হরভজন সেই ছবিটি ফের টুইটারে পোস্ট করেন। সেখানে লিখেছেন, 'এবার ক্রপ ছাড়া ছবিটি দেখে চেটে নাও। যতটা পারো চেটে নাও!'