ওয়েব ডেস্ক:  দেশে ফিরে বীরের অভ্যর্থনা পেল আইসল্যান্ড ফুটবল দল। আর সেটাই তো স্বাভাবিক। এবারের ইউরোতে দুর্দান্ত পারফরম্যান্স ছোট্ট দেশের ফুটবলারদের। মানুষের মন জয় করে ফিরেছেন গুডজনসনরা। ইউরোর কোয়ার্টার  ফাইনালে ফ্রান্সের কাছে হেরে ছিটকে যাওয়ার পর দেশে ফেরে আইসল্যান্ড। তাতে অবশ্য বিন্দুমাত্র হতাশ নন আইসল্যান্ডের ফুটবল ভক্তরা।রাস্তার দুধারে সার  দিয়ে দাঁড়িয়ে দলের সাফল্যকে সেলিব্রেট করলেন তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বেলদের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা পর্তুগাল শিবিরে


ইউরোয় সবচেয়ে ছোট দেশ হিসেবে খেলতে নেমেছিল লার্স ল্যাগারব্যাকের দল। কঠিন গ্রুপ থেকে নক আউটে ওঠার পর শেষ ষোলর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সবাইকে চমকে দেয় আইসল্যান্ড। ইউরোয় আইসল্যান্ডের সাফল্য ফুটবলবিশ্বে আলোড়ন সৃষ্টি করে। 


আরও পড়ুন  অনিল কুম্বলে গুগলিতে কুপোকাত করলেন প্রতিদ্বন্দ্বীদের!