নিজস্ব প্রতিবেদন :  অবসর নাকি ভারতীয় দলে কামব্যাক? ভারতীয় ক্রিকেটে ধোনির ভবিষ্যত্ নিয়ে জল্পনা বাড়ছেই। এসবের মধ্যে একটা বিষয় স্পষ্ট যে ২০২০ সালের আইপিএলে ধোনিকে বাইশ গজে দেখা যাবে চেন্নাইয়ের হয়ে। তবে ধোনি নিয়ে এবার খোলামেলা মন্তব্য করলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- IND vs WI: আজ ওয়াংখেড়েতে টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা


একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে শাস্ত্রী জানান, "ধোনি যদি ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় , তাহলে সেটা নিয়ে এত গোলমাল করার কিছু নেই। এই সিদ্ধান্তটা একেবারেই ওর নিজের সিদ্ধান্ত।  ও(ধোনি) কখনই দলের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবে না।"


আরও পড়ুন - I LEAGUE 2019-20: লিগে প্রথম জয়ের সন্ধানে মোহনবাগান, কল্যাণীতে অ্যাসিড টেস্ট বাগান কোচের


শাস্ত্রী আরও বলেন,"ধোনি একজন লেজেন্ড। ওকে আমি নিজে যতটা চিনি তাতে ও কিন্তু কখনও কারোর ওপর চাপিয়ে দিতে কখনই চাইবে না। আর আইপিএলের পর ধোনি যদি মনে করে দেশের হয়ে খেলার জন্য ও যথেষ্ট ফিট, তা হলে সেটা নিয়ে এত গলঘোলার কিছু নেই। "