ওয়েব ডেস্ক: তিনি আশিস নেহরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজে ৩৮ বছর বয়সেও দিব্যি পেস বোলিং করতে নামবেন ভারতের হয়ে। গত আইপিএলের সময় চোট পেয়েছিলেন। তারপর থেকে ভারতীয় দলের বাইরেই ছিলেন বর্ষীয়ান এই পেসার। ফের ডাক পেয়েছেন ভারতীয় দলে। তাঁর দলে ফেরার খবরে, সোশ্যাল মিডিয়ায় চলছে নানা রসিকতা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ৩৮ বছর বয়সে তাঁর ফিটনেস নিয়ে। অনেকেই অনেক কিছু বলছেন হয়তো। কিন্তু, জানাটা আগে দরকার, ফের ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন, স্বয়ং আশিস নেহরা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন টি২০ সিরিজের দলে সূযোগ না পেয়ে কী বললেন অজিঙ্কা রাহানে?


নেহরা একটি সাক্ষাতকারে বলেছেন, 'ভারতের হয়ে খেলতে পারার জন্য কে খুশি হবে না? কখনও সমালোচনা নিয়ে মাথা ঘামাই না। ভারতীয় দলের ড্রেসিংরুমের সদস্যরা, অধিনায়ক, নির্বাচকরা জানেন, নেহরা দলের জন্য কতটা কী করতে পারে। দলে যখন সুযোগ পেয়েছি, নিশ্চয়ই কিছু অবদান তো রাখবই। সবাই আমার খোঁজ করেছে। কিন্তু কেউ জানে না, আমি কোথায় ছিলাম। একমাত্র ভারতীয় দলের অধিনায়ক এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানতেন যে, আমি এই মাঝের সময়টা কী পরিমান ট্রেনিং করেছি। আর একটা কথা বলতে পারি যে, আশিস নেহরা ভাল কিছু করলেও খবর। আর কিছু করতে না পারলে আরও বড় খবর।'


আরও পড়ুন  অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের টিকিট পাবেন কোথা থেকে জানুন