নিজস্ব প্রতিবেদন: করোনার ধাক্কায় এবার ছোট আইপিএলের সম্ভাবনা। শনিবার গর্ভনিং কাউন্সিলের বৈঠকের পর বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির কথায় তারই ইঙ্গিত। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার বোর্ডের সদর দফতরে সব ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠক করেন বোর্ড কর্তারা। আপাতত ঠিক হয়েছে প্রতি সপ্তাহে পরিস্থিতির পর্যালোচনা করা হবে। মার্চ মাসের শেষে আবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসবে বোর্ড। বর্তমান পরিস্থিতিতে আইপিএল করার জন্য বেশ কয়েকটা বিকল্প নিয়ে আলোচনা হয় গর্ভনিং কাউন্সিলের বৈঠকে। তবে আইপিএল ছোট করার ভাবনাই রয়েছে বিসিসিআইয়ের।



ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সৌরভ বলেন, "অবশ্যই হবে (IPL) কারণ যদি এটা ১৫ এপ্রিলের পর হয় , তাহলে বিুঝতেই পারছেন ১৫ দিন চলেই যাচ্ছে। তখন তো ছোট করতেই হবে। কতটা ছোট, কতগুলো ম্যাচ সেটা এখনই বলা যাবে না।"


#৮টি দলকে দুটো গ্রুপে ভাগ করে আইপিএল করারও আলোচনা হয় শনিবারের বৈঠকে। সেক্ষেত্রে দুটো গ্রুপের সেরা দুটো দল যাবে প্লে অফে।
#প্রতিদিন দুটো করে ম্যাচ করা নিয়েও আলোচনা হয়।
#বর্তমান পরিস্থিতিতে দুটো-তিনটে ভেন্যুতে আইপিএলের ম্যাচ করার চিন্তাভাবনা রয়েছে বোর্ডের।
#একই সঙ্গে দর্শকশূন্য স্টেডিয়ামে পুরো আইপিএল করার পরিকল্পনাও রয়েছে সৌরভের বোর্ডের।


তবে আইপিএল আয়োজন করার থেকেও ক্রিকেটার,ফ্যান,টুর্নামেন্টের সঙ্গে যুক্ত প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ভারতীয় বোর্ডের কাছে।


আরও পড়ুন - করোনার থাবা এবার ঘরোয়া ক্রিকেটে, সব টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত BCCI-এর