শিখর, বিজয়, রাহুলদের কড়া ভাষায় সতর্ক করলেন নির্বাচক প্রধান
দিনের পর দিন পারফর্ম না করেও কী করে দলে জায়গায় পাচ্ছেন শিখর ধাওয়ান?
নিজস্ব প্রতিনিধি : বিশ্বের এক নম্বর টেস্ট দল। কিন্তু সেই এক নম্বর দল নামের সঙ্গে সুবিচার করতে পারল না। ইংল্যান্ডের মাটিতে এক নম্বর দলের ভরাডুবি চোখে আঙুল দিয়ে অনেক কিছুই দেখিয়ে দিয়ে গেল। ব্রিটিশভূমে এমন হারের ময়নাতদন্ত করতে বসেছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। তবে অনেক সমর্থকেরই মনে প্রশ্ন জেগেছিল, দিনের পর দিন পারফর্ম না করেও কী করে দলে জায়গায় পাচ্ছেন শিখর ধাওয়ান? একইভাবে গোটা ইংল্যান্ড সফরে চূড়ান্ত ব্যর্থ আরেক ওপেনার মুরলী বিজয়। আহামরি পারফরম্যান্স করতে পারেননি কেএল রাহুল। তী হলে এঁদের মতো নন-পারফরমারদের এবার কী হবে?
আরও পড়ুন- আইপিএলে এবার নতুন দল, ম্যাচ হতে পারে জম্মু-কাশ্মীরে
নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ কিন্তু এবার কড়া ভাষায় হুঙ্কার দিয়ে রাখলেন। নন-পারফরমারদের উদ্দেশে তাঁর সতর্কবাণী, ''টিমের সিনিয়র ক্রিকেটাররা পারফর্ম করতে না পারলে আমাদের নতুন মুখের সন্ধান করতে হবে। এক্ষেত্রে ইন্ডিয়া এ বা ঘরোয়া ক্রিকেট থেকে নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে। দিনের পর দিন নিজের জায়গা আগলে কেউ পারফর্ম করতে না পারলে তা মেনে নেওয়া যাবে না। নতুনরা সুযোগের অপেক্ষায় বসে রয়েছে।''
আরও পড়ুন- গায়ে শাড়ি, মাথায় টিপ! বৃহন্নলার সাজে গৌতম গম্ভীর
ইংল্যান্ড সফে এমন ব্যর্থতার কারণ কী? প্রসাদের ব্যাখ্যা, ''আমরা কিন্তু সিরিজ জিততেও পারতাম। জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল একাধিকবার। আমাদের পেসাররা কিন্তু ভাল পারফর্ম করেছে। আসলে টপ-অর্ডার ব্যাটসম্যানদের খারাপ পারফরম্যান্স ভুগিয়েছে। আরেকটা ব্যাপার আমরা এই সিরিজ থেকে শিখেছি। বিপক্ষের লোয়ার অর্ডারের উইকেট ফেলতে আমাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এটা কেন হচ্ছে তা আমরা খতিয়ে দেখব।''