COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: দু লাইনের সিভি পাঠিয়ে শিরোনাম তৈরি করেছেন আগেই। যখন তখন ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে যেকোনো বিষয়েই আচমকা মন্তব্য করে হৈ চৈ বাধিয়ে দেওয়ার ঘটনাও কম নেই। এবার ভারতের তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ আবারও শিরোনামে এলেন তাঁর এই প্রগলভ স্বভাবের জন্যই। শোনা যাচ্ছে, বীরেন্দ্র সেওয়াগ যদি কোচ হন, তাহলে নাকি তাঁকে মুখে কুলুপ এঁটেই থাকতে হবে! এই বিষয়ে বিসিআইয়ের এক শীর্ষ অধিকর্তা এনডিটিভি'কে দেওয়া প্রতিক্রিয়ায় জানিয়েছেন, "হ্যাঁ, বীরেন্দ্র সেওয়াগ সোশ্যাল মাধ্যমে ভীষণ প্রগলভ। তবে ভারতীয় দলের হেড কোচ পদে তাঁকে দায়িত্ব দেওয়া হলে অবশ্যই মুখ কুলুপ আঁটতে হবে"। ওই অধিকর্তা আরও বলেন, "আমাদের ভয় একটাই। সেওয়াগ যেকোনো প্রশ্নের উত্তরেই 'তো কী হয়েছে' ধরণের মনোভাব পোষণ করেন"।


বীরেন্দ্র সেওয়াগ বনাম রবি শাস্ত্রী, ভারতীয় কোচ পদের দৌড়ে লড়াই এখন দুজনের মধ্যেই, এমনই মত ভারতীয় ক্রিকেট মহলের। অধিনায়ক বিরাট কোহলির পছন্দের রবি শাস্ত্রী এই দৌড়ে কিছুটা এগিয়ে, একথা সত্যি। কিন্তু বিসিসিআইয়ের একাংশ আবার বীরেন্দ্র সেওয়াগকেই কোচ পদের জন্য ফিট মনে করছেন। উল্লেখ্য, অনিল কুম্বলে ভারতীয় কোচ পদ থেকে পদত্যাগ করার আগেই বিসিসিআইয়ের কাছে নিজের সিভি জমা দিয়েছিলেন বীরু। তবে ক্রিকেট উপদেষ্টা কমিটি সেই সিভি 'গ্রহণ' করেনি। ২ লাইনের সিভির বদলে সেওয়াগকে পুরোপুরি পেশাদার সিভি পাঠানোর জন্য বলে বিসিসিআই। তবে নিজের পাঠানো দু লাইনের সিভিতেই নিজেকে 'শ্রেষ্ঠ' প্রমাণ করতে মরিয়া ছিলেন বীরু। "দু লাইনের সিভি লিখতে হলে আমার নামই যথেষ্ট", এমনই প্রতিক্রিয়া ছিল বীরেন্দ্র সেওয়াগের।