নিজস্ব প্রতিবেদন: করোনাতে থমকে গেল ১২৭ বছরের চিরাচরিত প্রথা। এই প্রথম রমজানে ইফতার পার্টি হচ্ছে না মহমেডান স্পোর্টিং ক্লাবে। প্রতি বছর রমজান মাসের শেষ সপ্তাহে রেড রোডের ধারে সাদাকালো তাবুতে বসে জমকালো ইফতারের আসর। সেখানে সবার সঙ্গে আমন্ত্রিত থাকেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেয়র, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শতবর্ষের উপরে চলা সেই অনুষ্ঠানে ছন্দপতন। করোনাভাইরাসের আতঙ্ক এবং দেশজুড়ে লকডাউন, জোড়া ধাক্কায় বাতিল করতে হল মহামেডান ক্লাবের বার্ষিক ইফতার পার্টি অনুষ্ঠান। ক্লাবের শীর্ষকর্তা   মহম্মদ কামারুদ্দিন জানান,  "ক্লাবের ইতিহাসে এই প্রথমবার যে ইফতার পার্টি হচ্ছে না। সদস্য ও সমর্থকদের জন্য  খারাপ লাগছে। সবার সঙ্গে দেখা হতো। খাওয়া দাওয়া হত এবার  কিছুই হবে না।"


আরও পড়ুন- ''ফাঁকা স্টেডিয়ামে খেলা আর কনে ছাড়া বিয়ে করা একই ব্যাপার''


শুধু ইফতার পার্টি নয় , এর সাথে বাতিল করা হয়েছে, "শান-এ-মহমেডান" অনুষ্ঠানও। অর্থাৎ এবার মহমেডান রত্ন আপাতত করোর হাতে তুলে দেওয়া হবে না। বিগত বছরগুলোতে ইফতার পার্টিতে মহম্মদ হাবিব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাবির আলিদের "শান-এ-মহমেডান" সম্মানে সন্মানিত করেছিল মহমেডান ক্লাব।