চা নিয়ে চাপানউতোর! ফারুক ইঞ্জিনিয়ারের বিস্ফোরক অভিযোগের পাল্টা দিলেন অনুষ্কা শর্মা
জাতীয় নির্বাচক কমিটিকে একহাত নিয়ে `মিকি মাউস কমিটি` বলেও কটাক্ষ করেছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : জাতীয় নির্বাচকরা কি অনুষ্কা শর্মার জন্য চা নিয়ে যান? এমন মন্তব্য করে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় ফেলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার। পাল্টা দিতে ছাড়েননি অনুষ্কা শর্মাও।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের চাঞ্চল্যকর মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। গত বিশ্বকাপ চলাকালীন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার চায়ের কাপও বয়ে দিয়েছিলেন নির্বাচকরা। ফারুখ ইঞ্জিনিয়ারের বিস্ফোরক এই মন্তব্যের পর কার্যত আলোড়ন পড়ে গেছে ক্রিকেটমহলে। জাতীয় নির্বাচক কমিটিকে একহাত নিয়ে 'মিকি মাউস কমিটি' বলেও কটাক্ষ করেছেন তিনি।
কিংবদন্তি উইকেটকিপারের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। সোস্যাল সাইটে মুখ খুলেছেন বিরাট পত্নী। টুইটারে অনুষ্কা লেখেন তার নীরবতাকে অনেকেই দুর্বলতা বলে মনে করছেন। ফারুক ইঞ্জিনিয়ারের দাবি প্রসঙ্গে অনুষ্কার বক্তব্য, তিনি বিশ্বকাপের একটা ম্যাচই দেখতে গিয়েছিলেন। নির্বাচকদের বক্সে বসেনও নি। বসেছিলেন ফ্যামিলি বক্সে। সবার শেষে অনুষ্কা লেখেন, "ফর দ্য রেকর্ড, আই ড্রিঙ্ক কফি।" অর্থাত চা নয়, তিনি কফি খান।
আরও পড়ুন - বেঙ্গালুরু বিমানবন্দরে ভক্তদের আবদারে সেলফি তুললেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি