নিজস্ব প্রতিবেদন : নিজের চোট সঙ্গে ইউরোর বাছাই পর্বে টানা দুই ম্যাচ ড্র- লিওনেল মেসির মতো জাতীয় দলে ফেরাটা সুখের হল না জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইউরোর বাছাই পর্বে সার্বিয়ার বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন সিআর সেভেন। ১০ তারিখ চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিরুদ্ধে কি মাঠে নামতে পারবেন জুভেন্টাস তারকা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোনাল্ডোর মাঠে নামা নিয়ে এখটা সংশয় তৈরি হলেও পর্তুগিজ তারকা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, "আমি চিন্তিত নই। কারণ আমার শরীর আমি ভালো করে জানি। এটা ফুটবলে হয়েই থাকে। আমি চুপচাপ আছি কারণ আমি জানি, মাঝে সপ্তাহ দুয়েক সময় রয়েছে হাতে। কয়েকদিন বিশ্রাম নিলেই কোনও সমস্যা হবে না।"



চোট পাওয়ার পরেই নিজের সম্পর্কে যে বার্তা রোনাল্ডো দিয়েছেন তাতে আশার আলো দেখতে শুরু করে দিয়েছেন জুভেন্টাস সমর্থকরা। কারণ রোনাল্ডোর হ্যাটট্রিকেই তো অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে জুভেন্টাস। যদি রোনাল্ডোর অনুমান সত্যি হয় তাহলে কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর উপস্থিতি বাড়তি ভরসা জোগাবে জুভে সমর্থকদের।


আরও পড়ুন -  UEFA Euro 2020 Qualifier: ইংল্যান্ড-ফ্রান্স জিতলেও আটকে গেল রোনাল্ডোর পর্তুগাল