Dinesh Karthik: অবিশ্বাস্য ফর্মে `ডিকে`! `কামব্যাক কিং`-এ মোহিত ফ্যানরা
ব্যাট হাতে এদিন অবদান রেখেছেন হার্দিক পাণ্ডিয়া (৩১ বলে ৪৬) ও দীনেশ কার্তিক। ছয়ে ব্যাট করতে নেমে কার্তিক ২৭ বলে ৫৫ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। ৯টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন চেন্নাইয়ের উইকেটকিপার-ব্যাটার।
নিজস্ব প্রতিবেদন: রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা শুক্রবার চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ। ভারতের কাছে এই মরণ-বাঁচন। ভারত হেরে গেলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন টেম্বা বাভুমার দল। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে ১৬৯ রান তুলেছে।
ব্যাট হাতে এদিন অবদান রেখেছেন হার্দিক পাণ্ডিয়া (৩১ বলে ৪৬) ও দীনেশ কার্তিক। ছয়ে ব্যাট করতে নেমে কার্তিক ২৭ বলে ৫৫ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। ৯টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন চেন্নাইয়ের উইকেটকিপার-ব্যাটার। কার্তিক ২০৩.৭০-র স্ট্রাইক রেটে ব্যাট করলেন এদিন। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে সুযোগ পাওয়া কার্তিককে ফ্যানরা ভালবেসে নাম দিয়েছেন 'কামব্যাক কিং'। এদিন কার্তিকের ইনিংস দেখে ফের মোহিত হলেন অনুরাগীরা।
কার্তিক ২০১৯ বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে খেলেছিলেন কার্তিক। তিন বছর পর ফের জাতীয় দলে পেয়েছেন ডাক। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অত্যন্ত সাদামাটা দু'টি মরশুম কাটিয়ে ছিলেন তিনি। চলতি বছর আইপিএলে ৫.৫ কোটি টাকায় তিনি আরসিবি-তে আসেন। দলকে প্লে-অফে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন কার্তিক। যেন নবজন্ম হয় তাঁর। আরসিবি-র হয়ে Challengers ফুল ফুটিয়েছেন তিনি। জীবনের সেরা ফর্মেই ক্রিকেট খেলেছেন কার্তিক। হয়ে ওঠেন ফিনিশার। ১৮৩.৩৩-এর স্ট্রাইক রেটে করেন ৩৩০ রান।
আরও পড়ুন: Jos Buttler: অল্পের জন্য অক্ষত ডিভিলিয়ার্সের রেকর্ড! কী করলেন 'জস দ্য বস'
আরও পড়ুন: Liam Livingstone: বিধ্বংসী লিভিংস্টোন! ভাঙলেন একের পর এক রেকর্ড