ওয়েব ডেস্ক: ক্রিকেটের তথ্য এবং পরিসংখ্যানের দিকে ইদানিং তাকালেই দেখা যাবে, প্রায় প্রতিদিনই কিছু না কিছু ব্যক্তিগত রেকর্ড গড়ে যাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কখনও টেস্টে, কখনও একদিনের ম্যাচে আবার কখনও বা টি২০ ম্যাচে। আবার কখনও তিনি রেকর্ড গড়ছেন একজন ব্যাটসম্যান হিসেবে। কখনও আবার তিনি রেকর্ড গড়ছেন অধিনায়ক হিসেবে। রবিবারও চিপকে ২৬ রানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ শুরু করল ভারত। আর সেই সঙ্গে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে রেকর্ড গড়লেন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জেনে নিন, চেন্নাইতে ৭৯ রান করার পর ধোনি কী কী রেকর্ড গড়লেন


বিরাট কোহলিই এই গ্রহের প্রথম এবং একমাত্র অধিনায়ক, একদিনের ম্যাচে যাঁর ৮০ শতাংশেরও উপর জয় পাওয়ার রেকর্ড হয়ে গেল। আপাতত, বিরাট মোট ৩৬টি একদিনের ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ভারত জিতেছে ২৮টি ম্যাচে। এবং, হেরেছে মাত্র ৭টি ম্যাচে। নিশ্চিত করেই বলা যায় যে, এই রেকর্ড ক্যাপ্টেন কোহলিকে আগামী দিনে আরও বেশি প্রেরণা জোগাবে।


আরও পড়ুন  বিরাট কোহলিকে নিয়ে বোধহয় এটাই সবথেকে সেরা পোস্টার