ওয়েব ডেস্ক: হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানেদের দাপটে ইন্দোরে তৃতীয় একদিনের ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত। আর সেই সঙ্গে, পাঁচ ম্যাচের সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারতীয় দল। এ তো গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের কথা। ইন্দোরে ম্যাচ জিতে ক্যাপ্টেন হিসেবে আরও একটা রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে টানা ৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে জেতালেন ভারতকে। টানা সবথেকে বেশি ম্যাচ জেতার এতদিন ভারতীয় রেকর্ড ছিল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির। ২০০৮-এর নভেম্বর থেকে ২০০৯-এর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৯ ম্যাচে ভারত জিতেছিল ধোনির নেতৃত্বে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দুই ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত


এবার সেই রেকর্ডকে ছুঁয়ে ফেললেন ক্যাপ্টেন বিরাট কোহলি। তিনিও অধিনায়ক হিসেবে টানা ৯ ম্যাচে জেতালেন ভারতকে। গত ২ জুলাই স্যর ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত। সেই ছিল শুরু। এরপর শ্রীলঙ্কায় গিয়ে টানা পাঁচ ম্যাচে জয়। তাতেও না থেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম তিন ম্যাচেই জয়। রবিবারের ম্যাচ ধরে, সব মিলিয়ে টানা ৯ একদিনের ম্যাচে জেতা হয়ে গেল বিরাটের ভারতের। সিরিজের চতুর্থ একদিনের ম্যাচেও ভারত যদি জেতে তাহলে, ক্যাপ্টেন হিসেবে ধোনির রেকর্ডকেও টপকে যাবেন বিরাট।


আরও পড়ুন গোল পার্থক্যে লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, টানা আটবার লিগ জিতল লাল-হলুদ