নিজস্ব প্রতিবেদন:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছে ক্যাপ্টেন কোহলি। ডনের দেশে একদিনের সিরিজে হারের মধুর প্রতিশোধ টি-টোয়েন্টি সিরিজ জিতে তুলে নিয়েছে কোহলি এন্ড কোম্পানি। মঙ্গলবার নিয়মরক্ষার শেষ ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। মঙ্গলবার ম্যাচ জিতলে এক ঢিলে দুই পাখি মারবে কোহলির টিম ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার অস্ট্রেলিয়াকে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে হারাতে পারলেই সিডনিতে হোয়াইটওয়াশ হবে অজিরা। ওয়ার্নার, কামিন্স, স্টার্কহীন অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে চুনকামের লক্ষ্যে কোহলির দল।


মঙ্গলবার সিডনিতে জিততে পারলেই আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে দু নম্বরে উঠে আসবে টিম ইন্ডিয়া। ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে বর্তমানে তিন নম্বরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২৭০ পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ভারত জিতলেই ২ পয়েন্ট যোগ হবে কোহলিদের একই সঙ্গে ২ পয়েন্ট কমে যাবে অস্ট্রেলিয়ার। ফলে ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে ভারত আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে আসবে। অন্যদিকে ২৬৮ পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে যাবে অজিরা। ২৭৫ পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ড।


সেই সঙ্গে টানা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার জিতলে টানা ১১টি টি-টোয়েন্টি ম্যাচ জেতার নজির গড়বে কোহলির দল। টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ জেতার নজির রয়েছে অবশ্য আফগানিস্তানের।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মঙ্গলবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলে  পরিবর্তনের সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজে নামতে তৈরি কোহলি অ্যান্ড কোম্পানি। অন্যদিকে সম্মানরক্ষার ম্যাচে জিততে মরিয়া অস্ট্রেলিয়াও। এই ম্যাচেও অনিশ্চিত অ্যারোন ফিঞ্চ। আগের ম্যাচে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন ম্যাথু ওয়েড। এই ম্যাচে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরতে পারেন স্মিভ স্মিথ!


রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার পরই নয়া নজির গড়েন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়েছেন কোহলি।



আরও পড়ুন -  স্কুপ শটটা কেমন ছিল? কোহলির প্রশ্নের উত্তরে কী বললেন এবিডি, জেনে নিন