জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৪ সালের পর ভারতে (India) আর টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া (Australia)। টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা, ভারতের মাটিতে গত ১৪ বছরে মাত্র একটি টেস্ট জিতেছে অজিরা। তবে ১৭ বছরের খরা কাটিয়ে এবার ভারত থেকে ট্রফি নিয়ে ফিরবেন প্যাট কামিন্স (Pat Cummins),স্টিভেন স্মিথ (Steve Smith),ডেভিড ওয়ার্নাররা (David Warner)। এমন দাবি করে মাইন্ড গেম শুরু করে দিলেন অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। প্রাক্তন উইকেটকিপারের মতে, রোহিত শর্মার (Rohit Sharma) দল যদি র‍্যাঙ্ক টার্নার তৈরি না করে, তাহলে চার ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া জিততেই পারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গিলক্রিস্ট দেশজ সংবাদমাধ্যমকে বলেছেন,'ওরা ভালো দল পেয়েছে। কিন্তু আমি ওদের স্পিনারদের ভয় পাই না। যদি না ওরা যা-তা উইকেট তৈরি করে!' তাঁর ভবিষ্যদ্বাণী 'গতবার ওরা যা-তা উইকেট তৈরি করেছিল। দুটি উইকেট ভয়ংকর ছিল। আমার মনে আছে, স্পিনারদের বল প্রথম দিন থেকেই পিচে লাফালাফি করছিল। এমন র‍্যাঙ্ক টার্নার ধরনের উইকেট বানালে ওরা আমাদের চেয়ে ভালো পারফর্ম করবে। আমার ভবিষ্যদ্বাণী হল মিচেল স্টার্ক প্রথম টেস্ট খেলতে না পারলে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতবে। কিন্তু ফ্ল্যাট উইকেট তৈরি করলে আমাদের সিরিজ জেতার সম্ভাবনা আছে।' ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাঁ হাতের আঙুলে চোট পান বাঁহাতি পেসার। তাঁর পুরোপুরি সেরে উঠতে আরও তিন সপ্তাহ লেগে যেতে পারে। ফলে সিরিজের প্রথম টেস্টে খেলার তাঁর সম্ভাবনা নেই। 


গিলক্রিস্ট ফের যোগ করেছেন, 'স্টার্কের প্রথম টেস্ট না খেলতে পারাটা নিঃসন্দেহে উদ্বেগের। আসল বিষয় হল, পরের তিন টেস্টে আপনার যে বোলিং দরকার, সেটা পাওয়ার জন্য খুব বেশি সময় থাকবে না। স্টার্ক দ্বিতীয় টেস্টে ফিরলেও দুর্দান্ত ছন্দে নাও থাকতে পারে। কারণ, ও কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে না।' 



আরও পড়ুন: Babar Azam Sex Scandal: সতীর্থের বান্ধবীর সঙ্গে 'সেক্স চ্যাট', বাবরের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিয়ো ভাইরাল!


আরও পড়ুন: Rishabh Pant Health Update: সুস্থ হয়ে দুই 'হিরো'-র ছবি পোস্ট করে ধন্যবাদ জানালেন ঋষভ পন্থ


টার্নিং উইকেটের কথা মাথায় রেখে চার স্পিনার নিয়ে ভারতে আসছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞ অফ স্পিনার ন্যাথন লিঁও-র সঙ্গে প্রত্যাশিতভাবেই আছেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার ও লেগ স্পিনার মিচেল সুইপসন। চতুর্থ স্পিনার হিসেবে রাখা হয়েছে তরুণ টড মুরফিকে। তবে গিলক্রিস্ট মনে করেন, ২০০৪ সালের মতো এবারও তিন পেসার ও এক স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজালে ভালো করবে অস্ট্রেলিয়া। তিনি বলেন, 'তিন বিশেষজ্ঞ পেসারের সঙ্গে ছিল শেন ওয়ার্ন। এই বোলিং আক্রমণ দিয়েই আমরা সিরিজ জিতেছিলাম। কামিন্সদের জন্য আমাদের পরামর্শ, তারা যেন আমাদের মতো আগ্রাসী মানসিকতা নিয়ে খেলে। ভারতের পিচ বলে শুধু স্পিন দিয়ে বোলিং করালে চলবে না।'  


৯ ফেব্রুয়ারি নাগপুর টেস্ট দিয়ে শুরু হবে এবারের বর্ডার-গাভাসকর ট্রফির লড়াই। পরের তিন টেস্ট দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে। 


১৮ জনের অস্ট্রেলিয়া দল: 


প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথন লিঁও, লান্স মরিস, টড মুরফি, ম্যাট রেনশো, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন এবং ডেভিড ওয়ার্নার।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)