নিজস্ব প্রতিবেদন: চলতি মেয়েদের বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) একের পর এক রেকর্ড করেই চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ছুটেই চলেছে 'চাকদহ এক্সপ্রেস'। শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে (India Women vs Australia Women) অনন্য মাইলস্টোন স্থাপন করলেন বাংলার মেয়ে। এদিন ঝুলন মাঠে পা দেওয়ার আগেই করে ফেললেন বিশ্বরেকর্ড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৯ বছরের জোরে বোলার বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে কেরিয়ারের ২০০ নম্বর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। ঝুলন ছাড়া এই অনন্য 'ডাবল সেঞ্চুরি'র নজির রয়েছে একমাত্র মিতালি রাজের (Mithali Raj)। এদিন মাঠে নামার আগে মিতালি জড়িয়ে ধরেন ঝুলনকে। সতীর্থকে নিজের প্রতিষ্ঠিত ক্লাবের সদস্য় হওয়ার শুভেচ্ছা জানান আলিঙ্গনে। ভারতের ক্যাপ্টেন মিতালি এদিন দেশের হয়ে ২৩০ নম্বর ওয়ানডে ম্যাচ খেলছেন। মিতালি-ঝুলনের পরে মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির রয়েছে ইংল্যান্ডের ক্যাপ্টেন শার্লট এডওয়ার্ডসের (১৯১), দক্ষিণ আফ্রিকার মিগনন দু পেরেজের (১৫০), প্রাক্তন অজি ব্যাটার অ্যালেক্স ব্ল্যাকওয়েল (১৪৪) ও ব্রিটিশ পেসার জেনি গুনের (১৪৪)।





চলতি বিশ্বকাপে একাধিক ব্যক্তিগত মাইলস্টোন গড়ে ফেলেছেন ঝুলন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে পর্যন্ত চার ম্যাচে তিনি নিয়ে ফেলেছেন ৬ উইকেট। প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে জোড়া উইকেট নেওয়ার সুবাদে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন ঝুলন (৩৮)। তিনি টপকে যান ইংল্যান্ডের ক্যারল হজেসকে (৩৭)। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ইনিংসের একেবারে শেষ ওভারে ঝুলন ফিরিয়ে দেন কেটি মার্টিনকে। সেই সুবাদে তিনি যুগ্মভাবে মহিলা বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার হিসেবে রেকর্ড গড়েন। নাম লিখিয়ে নেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টোনের পাশে (৩৯)। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদকে ফিরিয়ে বাংলার জোরে বোলার মেয়েদের একদিনের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেটশিকারি হিসেবে ফুলস্টোনকে টপকে বিশ্বরেকর্ড গড়েন ঝুলন (৪০)। এবার চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের ট্যামি বিউমন্টকে ফিরিয়ে মেয়েদের একদিনের ক্রিকেটে প্রথম ও একমাত্র বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ঝুলন। 


আরও পড়ুন: IPL 2022: চার-ছক্কার খেলায় মেডেন দেওয়া ১০ বোলার! ছবিতে চিনে নিন


আরও পড়ুন: Russia vs Ukraine War: যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের শিশুদের পাশে দাঁড়ালেন মানবিক Roger Federer


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)