IND vs SA: Kagiso Rabada মহড়া নেওয়ার আগে কবে মিলিত হচ্ছে KL Rahul-এর Team India?
দক্ষিণ আফ্রিকার (South Africa) আসন্ন সিরিজে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও মহম্মদ শামির (Mohammed Shami) মতো চার তারকা।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল (IPL 2022) শেষ। এ বার দেশের জার্সি গায়ে চাপিয়ে বাইশ গজের যুদ্ধে নামবে টিম ইন্ডিয়া (Team India)। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (World T20) আগে ঘরের মাঠে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa)। ৯ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। চলবে ১৯ জুন পর্যন্ত। সেইজন্য ভারতীয় দলের সব সদস্যকে ৫ জুন দিল্লিতে যোগ দিতে বলেছে বিসিসিআই (BCCI)। প্রোটিয়াস দল ২ জুন ভারতের মাটিতে পা রাখবে।
আসন্ন সিরিজে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও মহম্মদ শামির (Mohammed Shami) মতো চার তারকা। এই সিরিজ খেলার পরেই বেন স্টোকসের (Ben Stokes) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে গত অসমাপ্ত সিরিজের পঞ্চম টেস্ট খেলবে ভারতীয় দল। এছাড়া অইন মর্গ্যানের (Eoin Morgan) দলের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ছাড়াও সম সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।
৯ জুন সিরিজের প্রথম ম্যাচ দিল্লিতে আয়োজিত হবে। এরপর ১২ জুন কটক, ১৪ জুন বিশাখাপত্তনম, ১৭ জুন রাজকোট এবং ১৯ জুন বেঙ্গালুরুতে মুখোমুখি হবে দুই দল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সব ফরম্যাটেই হেরে গিয়েছিল ভারত। এ বার ঘরের মাঠে বদলা নেওয়ার পালা।
আরও পড়ুন: Wriddhiman Saha, IPL 2022: বদলে যাওয়া Hardik Pandya থেকে নিজের কামব্যাক, অকপট Gujrat Titans-এর ঋদ্ধি
আরও পড়ুন: Sachin Tendulkar, IPL 2022: দলে জায়গা পেলেন না Virat-Rohit, কাকে নেতা হিসেবে বাছলেন ‘ক্রিকেট দেবতা’?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)