IND vs SL, Asia Cup 2022 : রোহিতের দল গঠন নিয়ে প্রশ্ন তুলে দিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার! কে তিনি?
IND vs SL, Asia Cup 2022 : গত ম্যাচে যজুবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোই উইকেট পেলেও মোক্ষম সময় চাপ রাখতে পারেননি। আবেশ খানের বদলি হিসেবে মাঠে নামা অর্শদীপ সিং নিজেকে মেলে ধরতে পারেননি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তাঁকে টিম ইন্ডিয়ার (Team India) সীমিত ওভারের দলে বিবেচনা করা হয়না। অথচ সেই চেতেশ্বর পূজারাই (Cheteshwar Pujara) এ বার রোহিত শর্মার (Rohit Sharma) টিম কম্বিনেশন নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন। চলতি এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার কাপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। পাকিস্তানের (Pakistan) কাছে হেরে এখন বেশ চাপে 'মেন ইন ব্লু' ব্রিগেড। দলের মিডল অর্ডার থেকে শুরু করে পেস ও স্পিন বোলিং বিভাগ দাগ কাটতে ব্যর্থ। এমন প্রেক্ষাপটে আর কয়েক ঘণ্টা পরে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)- ঋষভ পন্থরা (Rishbah Pant)। এর আগে দল গঠন নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতের টেস্ট ব্যাটিংয়ের মেরুদণ্ড। তাঁর দাবি এশিয়া কাপের দখল নিতে হলে ইতিমধ্যেই এক জোরে বোলারের বদলে অক্ষর প্যাটেলকে (Axar Patel) খেলানো উচিত।
গত ম্যাচে যজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও রবি বিষ্ণোই (Ravi Bishnoi) উইকেট পেলেও মোক্ষম সময় চাপ রাখতে পারেননি। আবেশ খানের (Avesh Khan) বদলি হিসেবে মাঠে নামা অর্শদীপ সিং (Arshdeep Singh) নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যাটিং-এর অবস্থাও ভাল নয়। রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল (KL Rahul) দারুণ শুরু করেও ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। পন্থ, দীপক হুডা (Deepak Hooda), সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav) বড় রান করতে পারেছেন না। এর সঙ্গে বেড়েছে মোক্ষম সময় উইকেট ছুড়ে আসার প্রবণতা। তাই বিপক্ষের উপর চাপ বাড়াতে অক্ষরের মতো অলরাউন্ডারকে দলে চাইছেন পূজারা।
আরও পড়ুন: Sunil Gavaskar vs Virat Kohli : ফের লেগে গেল! কোহলির মন্তব্যের কড়া জবাব দিলেন সানি
আরও পড়ুন: Suresh Raina Retirement : দূরত্ব ভুলে 'চিন্না থালা'-কে আবেগী বিদায় জানাল এমএস ধোনির সিএসকে
পূজারা বলেন, 'আমি নিজের বক্তব্যে একেবারে অনড়। আমার মতে অক্ষরকে খেলিয়ে দেওয়া উচিত। ওকে খেলাতে হলে টিম কম্বিনেশনে বদল আনতেই হবে। আর সেটা শ্রীলঙ্কার ম্যাচ থেকেই সেরে ফেলা উচিত। গত ম্যাচের টিম কম্বিনেশন মোটেই কাজে আসছে না।'
আবেশ জ্বরের জন্য বাবর আজমদের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। সুস্থ থাকলে তিনি যে ফিরবেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে আবেশ না থাকার জন্য হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপর চাপ বাড়ছে। সেটাও মনে করিয়ে দিলেন তিনি।
পূজারা ফের যোগ করেন, 'একটা ম্যাচ কারও খারাপ যেতেই পারে। হার্দিক ফর্মে আছে। সেটা আমাদের জন্য ভাল খবর। কিন্তু হার্দিক সব ম্যাচে চার ওভার বল করবে এটা সম্ভব নয়।'
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চোট পেয়ে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। সেইজন্য টিম কম্বিনেশন বিগড়ে গিয়েছে। এমনটাই মনে করেন পূজারা। জাদেজার সার্ভিস না পাইয়ার জন্যই গত ম্যাচে তিনটি বদল করেছিলেন রোহিত। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্যাচে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কীভাবে প্রথম একাদশ সাজায় সেটাই দেখার।