Virat Kohli, IND vs SL: কীভাবে ৩৪ বছরেও রাজার মতো কামব্যাক? জানালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা বিরাট
বিরাট এদিন তাঁর ৪৫তম শতরান কিন্তু এত সহজে পেতেন না। ৩৬.১ ওভারে ৫২ রানে ব্যাট করছিলেন বিরাট। সেই সময় কাসুন রাজিথার বলে তাঁর ক্যাচ ফেলে দেন কুশল মেন্ডিস। এহেন বিরাটকে ফের একবার ফাঁদে ফেলেছিলেন রাজিথা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত তিন বছর ধরে চলা তিন অঙ্কের রানের খরা কেটে গিয়েছে। তাই তো শতরানের পর এখন আর লম্ফঝম্প করেন না। বরং একবার শুধু লাফিয়ে 'ফিস্ট পাম্প' করে, আকাশের দিকে ঈশ্বরকে ধন্যবাদ জানান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সেই রুদ্ধশ্বাস ম্যাচ জেতানোর পর যেমন আকাশের দিকে তাকিয়েছিলেন। মঙ্গলবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ৪৫তম শতরানের পর বিরাট কোহলিকে (Virat Kohli) ঠিক সেইভাবেই দেখা গেল। বেশ বোঝা যাচ্ছে ৩৪ বছরের বিরাট অনেক ধীরস্থির।
২০২১ সালের শেষ থেকে ২০২২-এর মাঝামাঝি পর্যন্ত চলা একরাশ বিতর্ক তাঁর জীবন থেকে অতীত। বিরাট এখন আর টিম ইন্ডিয়ার অধিনায়ক (Team India) নন। তিনি রোহিত শর্মার (Rohit Sharma) বিশ্বকাপ জয়ের স্বপ্নকে পূরণ করার জন্য সবচেয়ে বড় যোদ্ধা। সেটাই মনপ্রাণ দিয়ে করে চলেছেন মহাতারকা। ক্রিকেট এক বলের খেলা। তাই প্রতি ম্যাচে তাঁর কাছ থেকে শতরান প্রত্যাশা করা মানে মূর্খের জগতে বাস করা। বিরাটও প্রতি ম্যাচে নিজেকে উজাড় করে দিচ্ছেন। তাই পিঠের চোট উপেক্ষা করেও ৩৪ বছরেও রাজার মতো কামব্যাক করলেন। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে ফের একবার নিজের উপস্থিতি জানান দিলেন 'কিং কোহলি'।
দুই ওপেনারের প্রশংসা করে বিরাট যোগ করেন, 'রোহিত ও শুভমন ইনিংসের শুরুটা খুব ভালোভাবে করেছিল। সেই স্ট্রাইকরেট বজায় রেখে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জের। তবে নিজেকে সেই ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডায়েটের দিকে খুব নজর দিয়ে থাকি। ৩৪ বছরে সেটা খুব জরুরি। নিজের স্বাস্থের প্রতি নজর দিয়ে থাকি বলেই দলের জন্য ১০০ শতাংশ উজাড় করে দিতে পারছি।'
আরও পড়ুন: Virat Kohli, IND vs SL: নতুন বছরে ৪৫তম শতরানে 'বিরাট' উদয়, ৩৭৩ তুলে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া
আরও পড়ুন: Rohit Sharma and Ishan Kishan: ডাবল সেঞ্চুরি করার পরেও বাদ! রোহিতের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ
মঙ্গলবার দাসুন শনকার (Dasun Shanaka) বোলারদের একেবারে ক্লাবস্তরে নামালেন। নতুন বছরের শুরুতে 'কিং কোহলি' (King Kohli)ঝুলিতে এল একদিনের ক্রিকেটে ৪৫তম শতরান। একইসঙ্গে তাঁর টেস্টে ২৭ ও টি-টোয়েন্টিতে ১টি শতরান রয়েছে। ফলে আন্তর্জাতিক মঞ্চে মোট ৭৩টি শতরান সেরে ফেললেন তিনি। ৮৭ বলে ১১৩ রানে আউট হন বিরাট। মারলেন ১২টি চার ও ১টি ছক্কা। ফলে তিন অঙ্কের রান দিয়ে নতুন বছর শুরু করলেন মহাতারকা। তেমনই তাঁর শতরানের সৌজন্যে টিম ইন্ডিয়া নির্বাধিত ৫০ ওভারে ৭ উইকেটে তুলে দিল ৩৭৩ রান।
প্রথম ইনিংসের শেষে বিরাট বলেন, 'বাংলাদেশ সিরিজের পর একটা ব্রেক নিয়েছিলাম। কারণ টেস্ট সিরিজে নিজের প্ল্যান অনুসারে পারফরম্যান্স করতে পারিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে আসার পর হোম সিরিজে নিজেকে মেলে ধরার ব্যাপারে খুবই উত্তেজিত ছিলাম। নতুন বছর এত ভালোভাবে শুরু করে ভালো লাগছে।'
তবে বিরাট শতরান করলেও আগ্রাসী মেজাজে শুরুটা করেছিলেন রোহিত ও শুভমন। বার্সাপাড়া স্তেডিয়ামে টসে জিতলেও ভারতকে ব্যাট করতে পাঠিয়ে দেন দাসুন শনকা। তাঁর এই সিদ্ধান্ত যে কত বড় ভুল সেটা প্রথম ওভার থেকেই সেটা বুঝিয়ে দিলেন রোহিত ও শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরানকারী ঈশান কিশানকে (Ishan Kishan) বসিয়ে পঞ্জাব তনয়কে সুযোগ দিয়েছিলেন দলের অধিনায়ক। রোহিতের ফাটকা এদিন খেটে গেল। দুই ওপেনার মিলে তুলে দিলেন ১৪৩ রান। ৬০ বলে ৭০ রানে আউট হলেন শুভমন। মারলেন ১১টি চার। তাঁকে ফিরিয়ে দলের মুখে হাসি ফুটিয়ে তোলেন শনকা।
তবে বিরাট এদিন তাঁর ৪৫তম শতরান কিন্তু এত সহজে পেতেন না। ৩৬.১ ওভারে ৫২ রানে ব্যাট করছিলেন বিরাট। সেই সময় কাসুন রাজিথার বলে তাঁর ক্যাচ ফেলে দেন কুশল মেন্ডিস। এহেন বিরাটকে ফের একবার ফাঁদে ফেলেছিলেন রাজিথা। ৪২.৬ ওভারে ৮১ রানে ক্রিজে ছিলেন তিনি। সেই সময় কভারে থাকা দাসুন শনাকা লোপ্পা ক্যাচ ফেলে দেন। এরপর আর বিপক্ষকে সুযোগ দেননি বিরাট।
সেই প্রসঙ্গে তিনি বলেন, 'ক্রিকেটে রোজ এমন সুযোগ পাওয়া যায় না। আমার ভাগ্য ভালো। তাই দু'বার ক্যাচ মাটিতে পড়ে গেল। সেই দু'টি ক্যাচ মিস হওয়ার পর বিপক্ষকে আর সুযোগ নিতে দিইনি।'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)