নিজস্ব প্রতিবেদন: আগামিকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) ভারত-শ্রীলঙ্কা চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট (IND vs SL Pink Ball Test)। খেলা হবে গোলাপি বলে, দিন-রাতের টেস্টে মুখোমুখি দুই প্রতিবেশী রাষ্ট্র। আর এই ম্যাচেই এক অনন্য নজির গড়তে চলেছেন রোহিত শর্মা ( Rohit Sharma)। ভারত অধিনায়ক নবম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪০০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোহিত এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৪৪টি টেস্ট (৩০৭৬ রান), ২৩০টি ওয়ানডে (৯২৮৩ রান) ও ১২৫টি টি-২০ (৩৩১৩ রান) খেলেছেন। ২০০৭ সালে রোহিত শর্মা সাদা বলের ক্রিকেটে দেশের হয়ে অভিষেক করেন। ২০১৩ সালে সাদা জার্সি গায়ে চাপান তিনি। 


রোহিত ছাড়াও সচিন তেন্ডুলকর (৬৬৪ ম্য়াচ) ,এমএস ধোনি (৫৩৮ ম্যাচ), রাহুল দ্রাবিড় (৫০৯ ম্যাচ), বিরাট কোহলি (৪৫৭ ম্যাচ),মহম্মদ আজহারউদ্দিন (৪৩৩ ম্যাচ), সৌরভ গঙ্গোপাধ্যায় (৪২৪ ম্যাচ), অনিল কুম্বলে (৪০৩ ম্যাচ) ও যুবরাজ সিং (৪০২) দেশের হয়ে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পর এবার শ্রীলঙ্কা! এই নিয়ে চতুর্থবার গোলাপি বলে দিন রাতের টেস্ট  (IND vs SL Pink Ball Test) খেলছে টিম ইন্ডিয়া।


আরও পড়ুন: IND vs SL, Axar Patel: দলে অক্ষর প্যাটেলের ভূমিকা নিয়ে বড় কথা বলে দিলেন বুমরা


আরও পড়ুন: INDvsSL, Pink Ball Test : না খেলেও কেন বাদ Kuldeep Yadav? জবাব দিলেন Jasprit Bumrah


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)