জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শুরুতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিতলেও কানের পাশ থেকে যেন গুলি চলে গিয়েছিল! কারণ শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সেই ম্যাচে জয় এসেছিল মাত্র দুই রানে। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরেও তারকাখচিত দলের ঘুম ভাঙেনি। দ্বিতীয় ম্যাচের স্লগ ওভারে লাইন-লেন্থহীন বোলিং এবং ২০৭ রান তাড়া করতে নেমে ফের একবার টপ ও মিডল অর্ডারদের জঘন্য ব্যাটিং। এই দুই কারণে ১৬ রানে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে হেরে গেল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) টিম ইন্ডিয়া (Team India)। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকার (Dasun Shanaka) ২২ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস এই টি-টোয়েন্টি ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। শেষ পাঁচ ওভারে ৭৭ রান খরচ করার মাশুল দিল 'মেন ইন ব্লু' ব্রিগেড। জলে গেল সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) ও অক্ষর প্যাটেলের (Axar Patel) লড়াই। দু'জন ষষ্ঠ উইকেটে ৯১ রান যোগ করলেও শেষরক্ষা হল না। টিম ইন্ডিয়ার ইনিংস ৮ উইকেটে ১৯০ রানে থেমে যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুই ওপেনার ঈশান কিশান (Ishan Kishan) ও শুভমন গিল-কে (Subhman Gill) দ্রুত ফিরিয়ে ভারতকে জোড়া ধাক্কা দিয়েছিলেন কাসুন রাজিতা (Kasun Rajitha)। অভিষেক ঘটানো রাহুল ত্রিপাঠীর (Rahul Tripathi) উইকেট নেন দিলশান মদুশঙ্ক (Dilshan Madushanka)। ফলে মাত্র ২১ রানেই ৩ উইকেট হারায় টিম ইন্ডিয়া। হার্দিক ক্রিজে এসেই চালাতে শুরু করেন। তবে তিনিও পারলেন না। গত ম্যাচের শেষ দিকে ৪১ রানে অপরাজিত ছিলেন দীপক হুডা (Deepak Hooda)। সেই হুডাও ফিরলেন দ্রুত। ৫৭ রানে ৫ উইকেট চলে যাওয়ার পর ভারতের হার নিশ্চিত হয়ে যায়।  


তবে অক্ষর ও সূর্য একেবারে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। শ্রীলঙ্কার তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গাকেই টার্গেট করেন অক্ষর ও সূর্য। দু'জন ষষ্ঠ উইকেটে ৯১ রান যোগ করেন। মারকুটে মেজাজে চার-ছক্কা মেরে দু'জনই সেরে নিয়েছিলেন নিজেদের অর্ধ শতরান। দুই তারকার জুটি যখন জমে উঠেছিল, ঠিক সেই মোক্ষম সময় ৩৬ বলে ৫১ রানে আউট হয়ে গেলেন সূর্য। তার মারকুটে ইনিংস ৩টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজানো ছিল। যদিও শিবম মাভিকে নিয়ে ফের লড়াই শুরু করেন অক্ষর। এই বাঁহাতি ৩০ বলে ৬৫ রান করে শেষ ওভারে দাসুন শনাকার বলে ফিরে যান। লড়াকু ইনিংসে মারলেন ৩টি চার ও ৬টি ছক্কা। শিবম মাভি ব্যাট চালিয়ে করেন ১৫ বলে ২৬ রান। তবুও ম্যাচ ও সিরিজ জয় অধরা রয়ে গেল। 



ফের একবার বাইশ গজের যুদ্ধে গতির আগুন ছোটালেন উমরান মালিক। তাঁর বলের গতিতে একটা সময় কেঁপে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটিং। তবে রান খরচ করার অভ্যাস এখনও কমাতে পারলেন না 'শ্রীনগর এক্সপ্রেস'। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মিশ্র অভিজ্ঞতা হল স্পিডস্টারের। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ৬ উইকেটে ২০৬ রান তুলে দিল। ৪ ওভারে ৪৮ রানে ৩ উইকেট তুলে নিলেন উমরান। অক্ষর প্যাটেল নিলেন ২৪ রানে ২ উইকেট। 


বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। কিন্তু সেই সিদ্ধান্ত কিছুটা বুমেরাং হয়ে ফিরল ভারতীয় শিবিরে। আজ পর্যন্ত দুশো বা এর বেশি রান তুলে কোনও টি-টোয়েন্টি ম্যাচ হারেনি শ্রীলঙ্কা। সেই রেকর্ড এবারও ভাঙতে পারবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচের অন্যতম নায়ক শিবম মাভি এবার ব্যর্থ হলেন। ওয়াংখেড়েতে মাত্র ২২ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্য়াটিংকে শেষ করে দিয়েছিলেন মাভি। কিন্তু বৃহস্পতিবার পুণেতে তাঁকেও রেয়াত করেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ৪ ওভারে ৫৩ রান খরচ করেন মাভি। 


আরও পড়ুন: Virat Kohli: ২০২২ সালে কোহলির 'বিরাট' আয়ের হিসেব জানলে চমকে উঠবেন!


আরও পড়ুন: Rishabh Pants accident: বন্ধু পন্থের অ্যাক্সিডেন্টের খবর শুনে মনের অবস্থা কেমন ছিল? জানালেন শ্রেয়স



ভারতের বোলাররা শুরুটা খারাপ করেননি। প্রথম ওভারে বল করতে এসে মাত্র ২ রান দিয়েছিলেন হার্দিক। তবে পরের ওভারেই ১৯ রান খরচ করেন অর্শদীপ সিং। হর্ষল প্যাটেলের পরিবর্তে যাঁকে এদিন খেলায় ভারতীয় দল। সেই থেকে শ্রীলঙ্কার ইনিংস থার্ড গিয়ারে চলতে শুরু করে। নিজের কোটার দুই ওভারে পাঁচটি নো বল করলেন তিনি। এরমধ্যে নো বলের হ্যাটট্রিকও রয়েছে। বার বার একই ভুল করছিলেন বাঁহাতি জোরে বোলার অর্শদীপ। নো বলের জন্য একটি উইকেটও পেলেন না তিনি। তাঁর খারাপ বোলিংয়ের খেসারত দিতে হল ভারতীয় দলকে। বার বার অর্শদীপকে নো বল করতে দেখে হতাশ হয়ে যান অধিনায়ক হার্দিকও। 


৩১ বলে ৫২ রান করেন মেন্ডিস। ১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন চরিথ আসালঙ্কা। ছয় নম্বরে নেমে ২২ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন শনাকা। আর শ্রীলঙ্কার অধিনায়কের সেই ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দিল। শেষ পাঁচ ওভারে ৭৭ রান খরচ করার মাশুল দিল টিম ইন্ডিয়া। ১৬ রানে ভারতকে হারিয়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ আগামি ৭ জানুয়ারি রাজকোটে আয়োজিত হবে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)