ব্যুরো: আইসিসির দুহাজার সতেরো মহিলা বিশ্বকাপ দলের অধিনায়ক নির্বাচিত হলেন মিথালিরাজ। মিথালি ছাড়াও এই দলে জায়গা পেয়েছেন হরমনপ্রীত ও দীপ্তি শর্মাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইসিসির দুহাজার সতেরো মহিলা বিশ্বকাপ দলের অধিনায়ক নির্বাচিত হলেন মিথালিরাজ। আইসিসির পক্ষ থেকে সোমবার নির্বাচিত  বারো সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সেই দলে মিথালি ছাড়াও ভারতীয়দের মধ্যে জায়গা পেয়েছেন হরমনপ্রীত কউর ও দীপ্তি শর্মা। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্স হলেও পারফরম্যান্সের নীরিখে ভারত অধিনায়ক মিথালিকেই বিশ্ব একাদশের অধিনায়ক নির্বাচিত করে আইসিসি। উল্লেখ্য এবারের বিশ্বকাপে চারশো নয় রান করে ব্যাটসম্যানদের মধ্যে দুনম্বর স্থান অধিকার করেছেন মিথালি। গোটা টুর্নামেন্টে মিথালির নেতৃত্বে মেয়েরা যে পারফরম্যান্স করেছে তাকে সম্মান জানাতে ভারতীয় দলকে বড় করে সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ক্রিকেটারদের একটি সাক্ষাতকারের আয়োজনও করতে চলেছে বিসিসিআই।