ওয়েব ডেস্ক: বিরাট কোহলি গল টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে সিরিজের প্রথম টেস্ট জেতার জন্য ভারতকে শুধু সুবিধাজনক জায়গায় এনেই দিলেন না। বরং, এই ১০৩ রানের ইনিংসের পর বিরাটের মুকুটে যোগ হল একের পর এক পালক। তিনি ভারতের একমাত্র টেস্ট অধিনায়ক যিনি, এই পদে থেকে দশটি টেস্ট সেঞ্চুরি করেছেন। বিরাটের আগে এই রেকর্ড ছিল মহম্মদ আজাহারউদ্দিনের। তিনি অধিনায়ক হিসেবে করেছিলেন ৯টি টেস্ট সেঞ্চুরি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শুধু সেঞ্চুরিই করলেন না, নয়া রেকর্ড গড়লেন ক্যাপ্টেন কোহলি


বিরাটের এটা টেস্টে ১৭ নম্বর সেঞ্চুরি। তিনিই এই গ্রহের একমাত্র ক্রিকেটার, যাঁর সব ধরনের ক্রিকেটেই গড় ৫০-এর উপর। আপাতত, কোহলি ৫৮টি টেস্ট খেলে ৪৬০৩ রান করেছেন। গড় ৫০.০৩। একদিনের ক্রিকেটে তিনি ১৮৯ ম্যাচ খেলে ৮২৫৭ রান করেছেন। গড় ৫৪.৬৮। আর টি২০-তে তিনি ৪৯টি ম্যাচ খেলে ১৭৪৮ রান করেছেন। এখানেও তাঁর গড় ৫২.৯৬। সত্যিই তিনি বিরল কৃতিত্বের অধিকারী।


আরও পড়ুন  দ্বিতীয় ইনিংসে বড় রান করার পর কী বললেন অভিনব মুকুন্দ?