এশিয়া কাপ হকিতে জাপানকে ৫-১ গোলে হারাল ভারত
ওয়েব ডেস্ক : অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ। এমন সময় কার্যত চোখের আড়ালেই এশিয়া কাপ হকিতে জাপানকে ৫-১ গোলে হারাল ভারত। ঢাকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারত কিছুটা আন্ডার ডগ হিসেবেই নেমেছিল।
কোচ পরিবর্তনের পর এটাই ভারতের প্রথম বড় প্রতিযোগিতা। তাই কিছুটা সংশয় ছিল দলের প্রথম ম্যাচ নিয়ে। কিন্তু দিনের শেষে কোচ থেকে টিম ম্যানেজমেন্ট, সকলের গলাতেই আত্মবিশ্বাসের সুর।
আরও পড়ুন- পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্বীকৃতি বাতিল করল ফিফা
খেলা শুরু হওয়ার ৩ মিনিটের মাথায় ভারতের হয়ে প্রথম গোলটি করেন এস ভি সুনীল। এক মিনিটের মধ্যে গোল শোধ করে সমতা ফেরায় জাপান। যদিও, তারপর থেকে গোটা খেলাজুড়েই আধিপত্য দেখায় ভারত। ২২ মিনিটে ললিত উপাধ্যায়, ৩৩ মিনিটে রমণদ্বীপ সিং ও ৩৫ এবং ৪৮ মিনিটে হরমনপ্রীত সিংয়ের গোলে জাপানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।
গ্রুপ এ-র পরবর্তী ম্যাচে শুক্রবার আয়োজক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত।