শ্রীলঙ্কা- 138/9 (20/20 ov)

ভারত- 142/5 (19.2/20 ov)

ওয়েব ডেস্ক: এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক। বাংলাদেশে, পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম টি২০ এশিয়া কাপের ফাইনালে ওঠা শ্চিত হয়ে গেল ভারতের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ, মীরপুরে শ্রীলঙ্কা ১৩৮ রানে বেধে রেখে অর্ধেকের বেশি কাজটা ভালভাবেই সেরে ফেলছিলেন ভারতীয় বোলাররা। কোহলি-যুবরাজরা বাকি কাজটা দক্ষতার সঙ্গেই সেরে ফেললেন। অবশ্য রান তাড়া করতে নেমে ১৬ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিলেন ভারতীয়রা। সেখান থেকে প্রথমে রায়নাকে নিয়ে, তারপর যুবিকে সঙ্গী করে কোহলি দলের জয় নিশ্চিত করলেন। কমেন্টেররাই বললেন, জীবনের সেরা ফর্মে আছেন কোহলি। পাকিস্তান ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন আজ। ৪৭ বলে করলেন দারুণ কার্যকরী অপরাজিত ৫৬ রান। তবে জয়ের মতই ধোনির কাছে দারুণ খবর হল যুবির ফর্মে ফেরা। ৩০ বলে ৩৫ রানের যুবির ইনিংসের ৩টা ছক্কা ছিল দেখার মত। মাঝেমাঝেই মনে হচ্ছিল যুবি ইজ ব্যাক।


ব্যাপার কী দাঁড়াল?ভারতকে রোখা যাচ্ছে না। লঙ্কা বিদায়ের পর মনে হচ্ছে নিজেদের পায়ে কুড়ুল না মারলে এই এশিয়া কাপে ধোনিদের রোখা যাবেও না।