জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বর্ডার-গাভাসকর ট্রফির (BGT 2024-25) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল এখন ১-১‍। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু বক্সিং-ডে টেস্ট। দুই দলই সিরিজে এগিয়ে যেতে মরিয়া। এর সঙ্গেই জড়িয়ে রয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করার গল্পও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় দলের কাছে মেলবোর্নই যেন আতঙ্কের শহর গিয়েছে। একের পর এক বিতর্কে অস্ট্রেলিয়ায় তুলকালাম! শুরুটা হয়েছিল, অজি মহিলা সাংবাদিক ন্য়াট ইওয়ানিডিসের সঙ্গে বিমানবন্দরে বিরাট কোহলির ঝামেলায় জড়ানো! ওই সাংবাদিক এবং তাঁর চিত্রগ্রাহক বিরাটের সন্তানদের ছবি এবং ভিডিয়ো তুলেছিলেন, যা বিরাট মেনে নিতে পারেননি, তিনি তা ডিলিট করান! অজি মিডিয়ার দাবি বিরাট নাকি রীতিমতো মস্তানি করেছেন এবং ভর্ৎসনা করেছেন ওই মহিলাকে। যা নিয়ে সে দেশে দাবানলের মতো জ্বলছে বিতর্কের আগুন।



আরও পড়ুন: ফ্লাডগেট খুলে দিলেন অশ্বিন, অবসরে পরপর ৩ মেগাস্টার! ২০২৫-এ আমূল বদল টিম ইন্ডিয়ায়!


তারসঙ্গেই এবার জুড়েছে রবীন্দ্র জাদেজার হিন্দিতে সাংবাদিক বৈঠক! জানা যাচ্ছে জাদেজা নাকি ইচ্ছাকৃত ভাবে অজি সাংবাদিকদের ইংরেজিতে করা প্রশ্নের উত্তর, ইংরেজিতে না দিয়ে হিন্দিতে দিয়েছেন। অজি মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে গত রবিবার দুপুরে, ভারতের টি-২০ ম্য়াচ খেলার কথা ছিল মেলবোর্নের জাংশন ওভালে। ভারত সেই ম্য়াচ বয়কট করেছে বলেই খবর। জাদেজা হিন্দিতে উত্তর দেওয়ায় রীতিমতো সমালোচনা করেছেন সেই দেশের সাংবাদিকরা। চ্য়ানেল সেভেনের দাবি, 'স্টার অলরাউন্ডার ইংরেজিতে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করায়, অস্ট্রেলিয়ান মিডিয়া বিস্মিত এবং বিভ্রান্ত হয়েছিল। বিরক্তিকর পরিস্থিতি ছিল সাংবাদিকদের জন্য। যা তাঁরা বদলের চেষ্টা করেছিলনে।' এখন দেখার খেলায় কী হয়!


আরও পড়ুন: পরিবার নিয়ে পাকাপাকি ভাবে ভারত ছাড়ছেন বিরাট! এমন কী ঘটল ভারতীয় ক্রিকেটের মহাতারকার?


 


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)