ব্যুরো: শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় ক্রিকেটে নয়া ইতিহাস গড়ল বিরাট বাহিনী। এই প্রথম বিদেশের মাটিতে কোনও দলকে হোয়াইটওয়াশ করল ভারত। পাল্লেকেলেতে শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংসে হারিয়ে সিরিজ তিন-শূন্য ব্যবধানে জিতে নিল ভারত। পাশাপাশি অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে শ্রীলঙ্কার মাটিতে প্রথম দল হিসেবে ভারত টানা পাঁচ টেস্টে হারাল সিংহলীদের।  


পাল্লেকেলেতে শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংসে হারিয়ে সিরিজ তিন-শূন্য ব্যবধানে জিতে নিল ভারত। মাত্র আড়াই দিনেই খেলা শেষ করে দেন কোহলিরা। সোমবার ম্যাচের  তৃতীয় দিনের সকালে দ্বিতীয় ইনিংসে এক উইকেটে উনিশ রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা। কিন্তু শুরুতেই সামি ও উমেশের পেসের ধাক্কায় বিপাকে পড়ে সিংহলীরা। মধ্যাহ্নভোজে চার উইকেট খুইয়ে বিরাশি রান তোলে শ্রীলঙ্কা। এরপর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্নিতে  চা-পানের বিরতির আগেই একশো একাশি রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। শ্রীলঙ্কাকে এক ইনিংস ও একশো একাত্তর রানে হারিয়ে দেয় কোহলি ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে অশ্বিন চারটি ও  সামি তিনটি উইকেট নেন। খেলার সংক্ষিপ্ত স্কোর ভারত চারশো সাতাশি। শ্রীলঙ্কা একশো পয়ত্রিশ ও একশো একাশি। আরও পড়ুন- 'পাকিস্তানের স্বাধীনতা দিবসে' স্মৃতিমেদুর সচিন