ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ভাল ফলের ব্যাপারে আশাবাদী কপিল দেব। দিল্লিতে ম্যাডাম তুসোঁ মিউজিয়ামে নিজের মুর্তি উন্মোচনে এসে কপিলের দাবি চলতি মরসুমে ভাল ফর্মে রয়েছে গোটা ভারতীয় দল। চোট আঘাতের সমস্যা না থাকলে খেতাব ধরে রাখতে পারে টিম ইন্ডিয়াই, দাবি এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের। 


চলতি আইপিএলে একেবারেই ফর্মে নেই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে কোহলির ফর্মে না থাকা নিয়ে একেবারেই চিন্তিত নন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কপিল দেবের দাবি জয়ের জন্য শুধু কোহলির উপর নির্ভর নয় টিম ইন্ডিয়া। [রুদ্রতাণ্ডব! ৬৭ বলে ২০০ করে ইতিহাস ১৯ বছরের ভারতীয় ক্রিকেটারের]