`দল অপরিবর্তিতই থাকুক`, সৌরভের উলটপুরাণ
যারা কেপটাউনে খেলেছেন তাদের উপরই আস্থা রাখা উচিত কোহলির। তবে পাঁচ বোলারের পক্ষেই সওয়াল করেছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন: নিজের বক্তব্য থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন সৌরভ গাঙ্গুলি। দুদিন আগে সৌরভ বলেছিলেন দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক পিচে অজিঙ্কা রাহানে ও লোকেশ রাহুলকে বসিয়ে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানকে কেপটাউন টেস্টে খেলানো উচিত হয়নি। কিন্তু সৌরভ সেই বক্তব্য থেকে সরে আসলেন। এখন তিনি বলেছেন সেঞ্চুরিয়ান টেস্টে দলে বিরাট কোহলির ব্যাটিং লাইন আপে পরিবর্তন করা উচিত হবে না। তার মতে রাহানে বা রাহুল পেস পিচে ভাল খেললেও যারা কেপটাউনে খেলেছেন তাদের উপরই আস্থা রাখা উচিত কোহলির। তবে পাঁচ বোলারের পক্ষেই সওয়াল করেছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪