নিজস্ব প্রতিবেদন:  চলতি বছরে সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের ভারত সফরে আসার কথা ছিল। ১৬ সেপ্টেম্বর থেকে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে কারণে তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। ফলে স্থগিত কিংবা বাতিল হয়েছে একের পর এক সিরিজ।  এদিকে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এপ্রিল-মে মাসে না হওয়া আইপিএল। তাই আপাতত সেপ্টেম্বরে ইংল্যান্ডের ভারত সফর স্থগিত। জানিয়ে দিল বিসিসিআই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, "অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় আইসিসিটি-টোয়েন্টি বিশ্বকাপ কোভিড-১৯ এর জন্য স্থগিত করা হয়েছে। এমনকী ভারতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই বিসিসিআই এবং ইসিবি দুই ক্রিকেট বোর্ডই নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছে যে ২০২০ সালের সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত আইসিসি-র যে পূর্ব নির্ধারিত সূচি ছিল ভারত-ইংল্যান্ডের মধ্যে তা ২০২১ সালের শুরুর দিক পর্যন্ত স্থগিত রাখা হল।"


সেপ্টেম্বরের মাঝামাঝি ভারত সফরে আসার কথা ছিল বেন স্টোকসদের। তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল মরগ্যানদের।



আরও পড়ুন - রোহিত-রীতিকার মিষ্টি পোস্টে মন ছুঁয়ে গেল ভক্তদের