নিজস্ব প্রতিবেদন : আইসিসি ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপে হার ভারতের। ভদোদরায় তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচেই ৮ উইকেটে হেরে গেল হরমনপ্রীতরা। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। একদিনের ক্রিকেটে এদিন অভিষেক হল জেমাইমা রডরিগেজের। দুই অজি স্পিনারের দুরন্ত বোলিয়ে মাত্র ২০০ রানে অল আউট হয়ে যায় ভারতীয় মহিলা দল। পুনম রাউত ৩৭, সুষমা ভার্মা ৪১ এবং ভারেতর হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন পূজা বস্ত্রকার। অস্ট্রেলিয়ার দুই স্পিনার জেস জোনাসেন ৪টি এবং আমান্দা জেড ওয়েলিংটন ৩টি উইকেট নেন।



জবাবে ব্যাট করতে নেমে ওপেনার নিকোল বোল্টনের অপরাজিত শতরানে ভর করে মাত্র ৩২.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। অ্যালিস হিলি ৩৮, অধিনায়ক মেগ ল্যানিং ৩৩ এবং এলিস পেরি ২৫ রানে অপরাজিত থাকেন।


আরও পড়ুন- অনুষ্কা কি গর্ভবতী? বাবা হচ্ছেন বিরাট?