নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ক্রাইস্টচার্চে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত দল ভারত। গ্রুপ লিগে অস্ট্রেলিয়াকে বিরাট ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। গ্রুপ লিগের সব ম্যাচ জয়ের পর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল পৃথ্বী শা-রা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সুপার বদলে চেন্নাই হল 'সিনিয়র' কিংস!


শুভমান গিল, পৃথ্বি শা, হার্ভিক দেশাই সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ রানের মধ্যে রয়েছেন। অলরাউন্ডার অভিষেক শর্মাও ভরসা জুগিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়কে। তবে ক্রাইস্টচার্চের পেস সহায়ক উইকেটে দ্রাবিড়ের তুরুপের তাস হতে চলেছেন তিন পেসার কমলেশ নাগরাকোটি, শিভম মাভি ও বাংলার ইশান পোড়েল। ইতিমধ্যেই গ্রুপ লিগে ভারতের কাছে হারা অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে। তাই পৃথ্বীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছনো।


আরও পড়ুন- গম্ভীরের ঘরওয়াপসি, ক্যাপ্টেন নেই কেকআর-এর!


খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়