নিজস্ব প্রতিবেদন : বিরাট কোহলির নেতৃত্বে, আগামী বছর বিশ্বকাপে ফেভারিট টিম ইন্ডিয়া। বিরাটের দলের ব্যাটিং গভীরতা এবং বোলিং শক্তির নিরিখেই এমন ভবিষ্যদ্বাণী করছেন ২০১১ সালে বিশ্বকাপজয়ী বীরেন্দ্র সেওয়াগ। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটি থেকে এবার টেস্ট সিরিজ জিতে ফিরবে বিরাট ব্রিগেড, আশাবাদী বীরু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে নজফগড়ের নবাব জানান, " একদিনের ক্রিকেটে আমাদের যা দল, তাতে আমরাই ফেভারিট, ২০১৯ সালে বিশ্বকাপ জিতব। আপনারা এটা বিশ্বাস করেন না? নিশ্চিতভাবে আমরাই ফেভারিট।"


আরও পড়ুন- চ্যাপেল-সৌরভ বিতর্কের ই-মেল তথ্য ফাঁস করলেন 'নবাব'


পাশাপাশি বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার ব্যাপারেও বিরাটের দলের ওপর আস্থা রাখছেন সেওয়াগ। এ প্রসঙ্গে তিনি বলেন, "এই দল ভারতের বাইরে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা রাখে। বিশেষ করে আমরা যে ধরনের বোলিং এবং ব্যাটিং করছি। আমরা দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারিনি ঠিকই। জিতলে ইতিহাস তৈরি হত। এই দলের অনেক বেশি ক্ষমতা আছে। যে কোনও পরিস্থিতিতে এরা পারফর্ম করতে পারে। নির্বাসনের কারণে এবার অস্ট্রেলিয়া দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার ব্যাপারে এগিয়ে থাকবে ভারত।"