নিজস্ব প্রতিবেদন : বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের থেকেই অনুপ্রাণিত হন ভারতীয় ফুটবল আইকন সুনীল ছেত্রী। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে এবার বর্ষসেরা ফুটবলার হয়েছেন সুনীল। ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭ সালের পর এবার ২০১৯ সালে। এই নিয়ে ষষ্ঠ বার ফেডারেশনের বিচারে বর্ষসেরা হলেন সুনীল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



সেই সুনীল ছেত্রী বলেন, "অনেকেই আছেন যাঁরা নিজেদের জায়গায় সেরা। তবে আমি অনুপ্রাণিত হই মেরি কমকে দেখে। তিন সন্তানের মা হয়েও বক্সিংয়ে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। সবমিলিয়ে মেরি কমের ঝুলিতে ১৪টি পদক। ভারতের গর্ব তিনি।আমি ওর মস্ত বড় ফ্যান। মেরি কমের হার না মানা মনোভাবই তাঁকে অসীম উচ্চতায় নিয়ে গিয়েছে।"


আরও পড়ুন - বিশ্বকাপে আইপিএল-এর ফরম্যাট চান হতাশ কোহলি!


ফুটবলের জগতে অবশ্য লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখে উদ্বুদ্ধ হন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল দলের হয়ে সাফল্যের জন্য নিজের পরিবার আর ভগবানকে ধন্যবাদ জানান ভারত অধিনায়ক।